![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলগোছে চোখের উপর উড়ে আসা চুলগুলোকে-
পার করে দিচ্ছো পেছন পানে' বেশ লাগছে,
আড় চোখে দেখছো'
কে কেবলা কেষ্ট হয়ে তোমায় দেখছে' ভালবাসছে।
উড়নচন্ডী চাওয়া গুলোকে বাহবা দিয়ে-
শূন্যতায় পূর্ণতা দিচ্ছো এলেবেলে সময়ে,
অফুরান স্বপ্নের সৌধে আশার প্রদীপ'
আলোকিত সম্ভাবনা জাগিয়ে।
এভাবেই কেবলা কান্ত অবিশ্রান্ত'
মন বিনিময়ে সময় ক্ষেপন মানে,
জলজ ভালবাসায়-
একাকিত্বতায় বেচে থাকা কেমন' সে জানে।
সুদর্শনা দর্শন শাস্ত্র এড়িয়ে চলায় পটিয়সিনী,
তরল এতটা ভারি' কখনো সে পথে হয়নি সুজোগ সন্ধানী।
কেবলা সোনারা যুগে যুগে থাকে বঞ্চিতদের মিছিলে,
হুরেরা কখনো আটকায়না তাদের কারেন্ট জালে।
©somewhere in net ltd.