নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফথরুল

একজন সাধারণ মানুষ............মুগ্ধতা ঘিরে থাকে সর্বদা' এই আকাশ, এই বাতাস, ঘাস ফুল। একটি আকাঙ্ক্ষা মনের ভেতর লালন করি, কিভাবে পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলার ক্ষেত্রে একটু অবদান রাখা যায়।

ফথরুল › বিস্তারিত পোস্টঃ

রক্ত

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

পরাক্রমশালী দেশ বা জাতি কি এমনি হওয়া যায়? বিন্দু-বিন্দু সিন্ধুতে পরিণত হয়। পুরো বিশ্বকে ছড়ি দেখাচ্ছে ইহুদী জাত, তাতে হাওয়া দিচ্ছে খৃষ্টান সমাজ। আবার ইস্যু যদি হয় মুসলিম নিধন' তবে তো কথাই নাই! একই কাতারে চলে আসবে বৌদ্ধ, হিন্দু! নাস্তিকরা পিছপা হয় না! আমরা মুসলিম জাত বুঝানোর আগে বুঝাই সুন্নি, শিয়া, ওহাবী, কাঁদিয়ানী ইত্যাদি ইত্যাদি। হাজার ফেরকা' হাজার ফতোয়া। এ দল বলে ইসলামের দিকদর্শন তাদেরটাই ঠিক' বাকিতে গলদ আছে, অন্য দল...। যাক সে কথা' আমরা আবার নিজেদের মধ্যে মারামারী-হানাহানীতেও এক পা এগিয়ে। নিজেদের মারতেই আমরা কাফেরদের পকেট ভারি করি। প্যালেসটাইন পুড়ছে, আফগানিস্থান জ্বলছে, ইরাকের কঙ্কাল কি বলছে? আরে আরো আছে- মিশরের গণতন্ত্র কে লুটছে, সিরিয়া কাদছে! ভারতের মুসলিমরা কি ভাল আছে? মিয়ানমার, চীন, সোমালিয়া, বসনিয়া, আরে পুরো পৃথিবীতেই এক অবস্থা! শেষ সময় কি উপস্থিত? মুসলিম দেশের মুরুব্বী দেশ সৌদি আরব চুপ কিসে? বিলাসিতা থেকে ফুরসত পেলেই তো তারা কিছু দেখবে! মুসলিমদের একটা সংঘ আছে, কি যেন নাম? ওহ আই সি! ছিঃ ছিঃ ওরা এতো খারাপ! লাথি খেলেও কুঁই কুঁই করে এসে পা চেটে দেবে! দল মত বাদ দিয়ে আমরা কি এক ছাতার তলে আসতে পারি না? এক যদি হতে না পারি' সেদিন আর দূরে নেই- যেদিন ভূমধ্যসাগরের বাহিত রক্ত এসে পড়বে আরব সাগরে, সেখান থেকে তের নদী সাত সমুদ্দুর সব মুসলিমের রক্তে লাল হবে। আল্লাহ আমাদের হেদায়েদ করো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.