![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলো আর আলো, শুধু আলো জ্বালো।।ভেতর-বাহির সর্বত্রে, আঁধারে খুব ভয় করে।আলোর বৈতরণী পার করে দাও, আলো জ্বালাও।অন্ধকার মনের কোন, আলো আঁধারে কথোপকথন।আলোর বন্যায় আলোকিত হোক, আলো র শিক্ষায় শিখুক।আমাদের ভবিষ্যত্ , অমাবস্যা করুক বধ।আধেক শতাব্দীর জমাট কালো, জ্বালো আলো জ্বালো।আলোরো আধারকেই অগ্রে এনে, স্বপ্নের জাল যেতে হবে বুনে।জেগে উঠ আলোকিত নেতারা, স্বাধীনতার প্রেরণা করছে তারা।একটি ঘরও যেন বাদ পরে না যায়,প্রকৃত শিক্ষায়।তোমাদের আঁধারে ঘুম পাড়িয়ে, সুখ একাই নিচ্ছে চোরে।
©somewhere in net ltd.