নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদুল হাসান অভি'র বাংলা ব্লগ

লিখতে পারিনা বলেতো ভাবনা গুলোকে অন্তরবন্দি করে রাখতে পারিনা।

ফরহাদুল হাসান অভি

studying Electrical Power Engineering(Electrical power system and networks ফেইসবুকে আমি www.facebook.com/ovi.bd

ফরহাদুল হাসান অভি › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সিরীয়(Syrian) ১ ছাত্রের বক্তব্য সত্যিই উদ্বিগ্ন করে তুলল

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:১০

মস্কোতে আমার ভার্সিটিতে বেশ কিছু এরাবিয়ান রিসার্চার আছেন যাদের সাথে নিয়মিত কথা হয় বিভিন্ন বিষয়ে। আজ হোস্টেলে আমার ফ্লোরে ১ সিরীয় ছাত্র হঠাৎ করে আমাকে ১ টা প্রশ্ন করে বসল

'Почему ваши люди не любят ислам'

'অর্থাৎ কেন অধিকাংশ বাংলাদেশিরা ইসলাম পছন্দ করেনা'। আমি তব্দা খেয়ে গেলাম। 'আপনাকে কে বলল' জিজ্ঞেস করতেই আমাকে ফেইসবুকে ১টা পোস্ট দেখিয়ে কিছুটা জিঘাংসু দৃষ্টিতে তাকিয়ে রইল। এরাবিক কোন পেইজের পোস্ট, কিন্তু কিছু বুঝলাম না পোস্টে কি লিখা আছে(এরাবিক)। আর হ্যাঁ পোস্টটা সাইদির ছবি সংবলিত। জিজ্ঞেস করলাম কি লিখছে এর সম্বন্ধে। তার ব্যাখ্যা শুনে পুরাই অবাক হয়ে গেলাম । সেখানে লেখা বাংলাদেশের বর্তমান সরকার দেশে ইসলাম ধ্বংস করতে চাইছে। এজন্য দেশের বড় বড় ইসলামিক স্কলারদের ( সাইদি গং) মিথ্যা মামলায় ও মিথ্যা সাক্ষ্য প্রমানে ফাঁসি দিতে চাইছে। জামায়তে ইসলামীকে নিষিদ্ধ করে চিরতরে দেশ থেকে ইসলাম উঠিয়ে সেকুলার রাষ্ট্র গঠনের পায়তারা করছে। এবং এতে সাহায্য করছে নাস্তিকেরা এবং আমেরিকা। অধিকাংশ এরাবিয়ানদের একটা 'আমেরিকা জুজু' কাজ করে। সব জায়গায় তারা 'একটা আমেরিকার ষড়যন্ত্র' খুঁজে। শুধু এই একটা পেইজ/পোস্টই না গত কয়েকদিন ধরে বিভিন্ন এরাবিয়ান পেইজে জামাতিদের পক্ষে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। তার কাছেই জানলাম। বাংলাদেশ সম্পর্কে তাদের খুব ১টা ধারণা না থাকায়(যুদ্ধাপরাধি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ) জামাতিরা যাই বলছে তারা তাই বিশ্বাস করছে। আলজাজিরাতেও জামাতিদের পক্ষে কথা বলছে এটা আমরা সবাই জানি। এভাবে বাংলাদেশ সম্পর্কে একটা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করছে নিজেদের রাজনৈতিক স্বার্থে। মিডিল ইস্টে যারা আছেন তাদেরও হয়ত এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এরপর তার রুমে বসে নেট থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস, যুদ্ধাপরাধী ইস্যু এবং বর্তমান আন্দোলন সংক্ষিপ্ত করে বুঝায় দিলাম।



আমরা নিয়মিত জামাতিদের মিথ্যা প্রোপাগান্ডা, গুজব নিয়ে আলোচনা করছি, ক্ষোভ প্রকাশ করছি, কিন্তু এগুলো বন্ধ হচ্ছেনা। আমিও আইডিয়া খুঁজছি কিভাবে তাদের ছ্যাঁচড়ামি বন্ধ করা যায়। নিজ নিজ জায়গা থেকে সবারই এসব নোংরামি রুখে দেয়া উচিত। আইডিয়া শেয়ার করতে পারেন



শাহবাগ চত্বরকে বিবেচনা করা হয় ৩য় শক্তি হিসেবে(in the mean of politics but not as a political party). জনগণকেই নির্ধারণ করতে হবে আন্দোলনের মুভমেন্ট নিয়ে।



অন্তরে আছে বিশ্বাস, অন্ধকার মুছে একদিন জয় হবে জনতার। জয় বাংলা

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৮

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: আর বইলেন না,.............আমার কুয়েতি রুমমেট ত আমার সাথে সেইরকম তর্ক..........কিছু বুঝাইতে গেলে উল্টা গরম দেখায়................বহুত বুঝাইছি.........এরা জানে বর্তমান সরকার নাস্তিক এর ইসলামকে নাকি ধ্বংস করার পায়তারা করতেছে.........আর আরবীয়রা এটাই বিশ্বাস করে,,.........এখন আমি বুঝতে পারলাম যে কেন এসব দেশে স্প্রিং হয়।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৭

ফরহাদুল হাসান অভি বলেছেন: বড় বড় এরাবিয়ান পেইজ গুলা থেকে এসব প্রচার করা হচ্ছে। সাইদিকে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক স্কলার হিসেবে প্রচার করা হচ্ছে, আরও অনেক কিছুই। বেশ কিছু কিছু এরাবিয়ানের কাছে শুনেছি এসব বিষয় এবং সবারই ভুল সুধরাইছি। কিন্তু ক্ষতি যা হবার ভয়ংকর ভাবে হচ্ছে

২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৪

জাতিস্বর বলেছেন: যত অপপ্রচার আর চেষ্টাই করুক পাকি ছাগুরা এবার ওদের ধ্বংস অনিবার্য।

জয় আসবেই।ইনশাল্লাহ!

জয় বাংলা!

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৮

ফরহাদুল হাসান অভি বলেছেন: ইনশাল্লাহ

৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৬

অগাস্টাস লিওনাইডাস বলেছেন: আরবরা একটা **** জাত, ওদের পাত্তা দিয়েন না

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩০

ফরহাদুল হাসান অভি বলেছেন: হা হা। জানি। বাংলাদেশের লোকেরা এরাবিয়ানদের যা ভাবে আসলে ওরা অইরকম না। তবে ওদের মধ্যেও অনেক ভালো লোক আছে যারা পাগলের মত আচরন করেনা।

৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৬

একাকী বালক বলেছেন: আরব বসন্ত হ্ইয়া এমন কোনই লাভ হয় নাই। সিরিয়া নিজেই এক আসাদের "বাল" ছিড়া নিয়া ব্যাস্থ। নিজের পাছায় কাপড় নাই হালারা আইছে বাংলাদেশের ইসলাম নিয়া।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৩

ফরহাদুল হাসান অভি বলেছেন: সিরিয়া অনেকটাই বিপর্যস্ত একটা রাষ্ট্র বর্তমানে। বাশাররে নিয়া টানাটানি চলতেছে। অনেক এরাবিয়ান আছে ধর্ম- কর্ম খুব ১ টা পালন না করলেও ধর্ম গেল ধর্ম গেল বইলা লাফালাফি করে

৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৭

এম. মাসুদ আলম. বলেছেন: jamat sara world a mittha procarona calaitese. Tara proman korte chai Islam mitthar dhormo. Fake signature er karone white house tader petition suspend korese.

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬

ফরহাদুল হাসান অভি বলেছেন: অবশ্যই এটা রুখে দিতে হবে। ১ টা রাজনৈতিক দলের কাছে ১ টা জাতি পরাস্ত হতে পারেনা। এটা আমাদের জন্য লজ্জার এখনও তাদের নিষিদ্ধ করা হচ্ছেনা

৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৫

একাকী বালক বলেছেন: লেখক বলেছেন: সিরিয়া অনেকটাই বিপর্যস্ত একটা রাষ্ট্র বর্তমানে। বাশাররে নিয়া টানাটানি চলতেছে। অনেক এরাবিয়ান আছে ধর্ম- কর্ম খুব ১ টা পালন না করলেও ধর্ম গেল ধর্ম গেল বইলা লাফালাফি করে

>>> আমাগোও সেম অবস্থা। ঘুষ খাওয়ার বেলায় এক নাম্বার আবার কয় নাস্তিক মারা ইমানী কাম।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪০

ফরহাদুল হাসান অভি বলেছেন: হা হা। ব্যাপার না। মানসিকতার পরিবর্তন দরকার। এর জন্য দরকার সুশিক্ষা+ স্বশিক্ষা

৭| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৭

েপরুসবাঙ্গালী বলেছেন: আর সিরীয় ও আরবি রা দের কথা কি যে কমু ওরা যে কত ছোট ভাবে আমাদের। আমি ভাষা শিকতে এক trade school এ যাই একটা তিনতলা বিল্ডিং এর স্কুল .একদিন এক সিরীয় আমাকে জিগেস করলো এত বড় স্কুল কি আমাদের দেশে আছে নি .আমি টাসকি কাইলাম সাথে সাথে ভাবলাম আমি দেশ ছেরে আমার দেশকে কত ছো ট করলাম .তারপর ওরে দেশের শিক্কা ব্যবস্তা সম্পর্কে কিছু বললাম .আমার কথা শুনে অর ভুল হইতো কিছুটা দূর ঐসে।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৮

ফরহাদুল হাসান অভি বলেছেন: ওরা অনেক কিছুতেই পিছিয়ে আছে বাংলাদেশীদের থেকে। শিক্ষা বেবস্থা, টেকনোলজি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে। সিরিয়ার বর্তমান চিত্র খুব ভয়াবহ। এটা সত্যি বেশির ভাগ এরাবিয়ানদের একটা অহঙ্কার কাজ করে। আমার গ্রুপের ইরাকি, লেবানিজ, জর্ডানের স্টুডেন্ট দেখছি। সবাই টাকার গরম দেখাতে চায়। আর মিডিল ইস্টে কর্মরত বাঙালি লেবারদেরই এরা মনে করে বাংলাদেশের প্রকৃত রুপ।

৮| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২

েপরুসবাঙ্গালী বলেছেন: হুমমমমমম

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৭

ফরহাদুল হাসান অভি বলেছেন: :| :| :|

৯| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

ফরহাদুল হাসান অভি বলেছেন: এই প্রোপাগান্ডা গুলো রুখে দিতে প্রয়োজনীয় বেবস্থা গ্রহন করা দরকার, বিশেষ করে বাঁশের কেল্লা টাইপ পেইজগুলার বিরুদ্ধ। নিয়মিত এরা নতুন নতুন ইস্যু তৈরি করে গুজব ছড়াচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.