নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদুল হাসান অভি'র বাংলা ব্লগ

লিখতে পারিনা বলেতো ভাবনা গুলোকে অন্তরবন্দি করে রাখতে পারিনা।

ফরহাদুল হাসান অভি

studying Electrical Power Engineering(Electrical power system and networks ফেইসবুকে আমি www.facebook.com/ovi.bd

ফরহাদুল হাসান অভি › বিস্তারিত পোস্টঃ

কলম্বোর মাঠে আজ সকালে খেলা শুরুর আগে ঘাস কাটা হল কার স্বার্থে এবং BCB'র করনীয়

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৭

Cricinfo বলছে, রেফারির সামনে আইন অনুযায়ীই ঘাস কাটা হয়েছে। ভালো কথা। কিন্তু বিশ্বের নানান প্রান্ত থেকে বিভিন্ন বিশেষজ্ঞদের প্রশ্নের সামনে তারাই থতোমতো খেয়ে বলছে, এক রাতে ঘাস কী এক ইঞ্চি ছেটে ফেলার মতো বড়ো হয়েছিল কি না, তারা বুঝতে পারছে না! কেউই জানে না, গতকাল আউটফিল্ডের ঘাসের মাপ কী ছিল, আর আজ কতোটুকু আসলে কাটা হল। বুঝলাম, ডেভিড বুন সাহেব ছিলেন ঘাস কাটার কাছে দাড়ানো। তিনি কি আগের দিনের মাপটা রেখেছিলেন? বাংলাদেশ ম্যানেজমেন্টের কেউ মাপটা রেখেছিল? ডেভিড বুন এমন কিছু দেবদূত নন, যে তার প্রতিটা কথা বিশ্বাস করতে হবে। নিজেদের প্রয়োজনে ঘাসের ব্যাপারটা হিসেবে রাখা দরকার ছিল। মুলতান থেকে কিছুই তো শিখলাম না আমরা!____ দেবব্রত মুখোপাধ্যায় (সাংবাদিক)



প্রশ্ন থেকে যায়, ঘাস কাটার আগে কি ICC থেকে অনুমতি নেয়া হয়েছে বা বা BCB কে জানানো হয়েছিল বিষয়টি। বাংলাদেশ যেখানে প্রথম ইনিংসে দুর্ভোগ পোহাল স্লো আউটফিল্ডের কারণে সেখানে ম্যাচ রেফারির উচিত ছিল শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হবার পর ঘাস কাটা।বা ম্যাচ শুরুর আগে ঘাস কাটা হলনা কেন? আজ শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা অবশ্যই এডভান্টেজ পেয়েছে ফিল্ড(ঘাস কাটার পর) থেকে। গতকাল দিন শেষে মমিনুল প্রেস বিজ্ঞপ্তিতে জানায় স্লো আউটফিল্ডের কারণে অন্তত ৬০ রান কম হয়েছে।

"The outfield is not good, we couldn't get around 60 runs," Mominul Haque said at the press conference. "If the outfield was good, our score could have been 300-320. The outfield is not in our control. It was hard work to run a lot in the heat."



বিষয়টা ছোট বা কম গুরুত্বপূর্ণ হলেও BCB'র উচিত ICC'র কাছে কমপ্লেইন করা। It's totally unfair with BD cricket. বাংলাদেশ ক্রিকেটকে দুর্বল ভেবে বিভিন্ন সময়ে বাংলাদেশ ক্রিকেটের সাথে অসদাচরণ করে আসছে ICC এবং এর অন্তর্ভুক্ত কয়েকটি দেশ।হোক সেটা আম্পায়ারের ডিসিসন বা এরকম কিছু বিষয়ে প্রতিপক্ষকে এডভান্টেজ দিয়ে।



রাজনীতি বা রাজনীতিবিদরা যা পারেনি বাংলাদেশ ক্রিকেট তা করেছে বেশ কয়েকবার, পুরো জাতিকে একত্রিত করে আনন্দ/উৎসব উৎযাপন করার সুযোগ করে দিয়েছে প্রায়শই।



প্রাণঢালা অভিনন্দন রইল বাংলাদেশ ক্রিকেটের জন্য। খেলার মাঠে যেভাবে নিন্দুকের নিন্দার জবাব দেয়া শুরু করেছে টাইগাররা খুব শিঘ্রই তাদের মুখ পুরোপুরি বন্ধ করে দেবে আশাকরি।:)

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪০

পাইলট ভয়েচ বলেছেন: মাঠে না পারলে আমাদের কইতি!!! আমরা তোদের জিতিয়ে দিতাম!!!!

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৭

ফরহাদুল হাসান অভি বলেছেন: বিষয়টি ICC কে জানানো উচিৎ immediately

২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪১

টানিম বলেছেন: ভালো লাগলো ।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৮

ফরহাদুল হাসান অভি বলেছেন: ধন্যবাদ :)

৩| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৪

কিচু বলতে চাই বলেছেন: We should complain immediately.

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৯

ফরহাদুল হাসান অভি বলেছেন: হুমম ।বিষয়টা এড়িয়ে যাওয়া বা হালকা করে দেখার মত না

৪| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৫

শব্দহীন জোছনা বলেছেন:
বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ছ্যাবলামি গেল না। হুজুর হুজুর করাই ওদের নিয়তি। আজকে মনে হল বাউন্ডারি একটু বেশী হল। শালার ! ছেবলা নেতা। হালুম করলে মেউ মেউ বের হয়।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:১২

ফরহাদুল হাসান অভি বলেছেন: বাংলাদেশ ক্রিকেট আর আগের মত নাই। অনেক আগায় গেছে। ক্রিকেট বোর্ডকেও শক্তিশালী হইতে হবে।

৫| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৭

পিওর গাধা বলেছেন: কাজ টা সিংহের মত হয়নি, হয়েছে ভেড়ার মত

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:১০

ফরহাদুল হাসান অভি বলেছেন: এর জন্য তাদের জবাবদিহি করতে হবে অবশ্যই।

৬| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এটা নিয়ে অবশ্যই তদন্ত দরকার!

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৮

ফরহাদুল হাসান অভি বলেছেন: অবশ্যই তদন্ত হওয়া উচিৎ এবং তা ম্যাচ শেষ হবার আগেই।

৭| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৭

পিচ্চি পোলা বলেছেন: এটা অন্যায়। এর তীব্র প্রতিবাদ করা উচিত বিবিসির। X(( X(( X(( X(( X(( X((

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৩

ফরহাদুল হাসান অভি বলেছেন: করে কিনা সেটা এখন দেখার বিষয়।

৮| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৬

বাংলাদেশী দালাল বলেছেন: দেখেন না ওদের হয়ে আমাদের কোন বোর্ড সদস্য সাফাই গাইবে।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৮

ফরহাদুল হাসান অভি বলেছেন: কেঁউ এমন করলে তাকে গণগদাম দেয়া হবে।

৯| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৮

জেনারেশন সুপারস্টার বলেছেন: দূর্বল ভেবেই এমনটা করেছে।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৬

ফরহাদুল হাসান অভি বলেছেন: হুম আমাদের সাথে বার বার এমনটা হয়ে আসছে। এশিয়া কাপে ভারতের বিপক্ষে সাকিবের আউট টাও দেয়া হয়েছিল বাংলাদেশকে দুর্বল মনে করে।

১০| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:১৪

ফরহাদুল হাসান অভি বলেছেন: বিষয়টি এখনও কোন পত্রিকার অনলাইন ভার্শনে এসেছে কিনা জানিনা। সাংবাদিকরা বিষয়টি যেন এড়িয়ে না যায়। পত্রিকায় খবরটি আসলে বিসিবি'র টনক নড়বে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.