নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাপইপ্রিকা

ফরহাদ রেজা যশোর

অতি অলস প্রাণী।

ফরহাদ রেজা যশোর › বিস্তারিত পোস্টঃ

“রাজত্ব”- পারল না রাজত্ব কায়েম করতে

২০ শে মে, ২০১৪ রাত ১২:০৬



ইফতেখার চৌধুরী বাজিমাত করলেন ‘অগ্নি’তে । স্বভাবতই তাঁর পরের মুভি তে আশার পারদটা একটু উর্ধ্বমুখী ছিল । হা বলছি ‘রাজত্ব’ নিয়ে কথা । আর সেই ছবিতে যখন বাংলার সবচেয়ে অভিজ্ঞ (বর্তমান প্রেক্ষাপটে) নায়কের বিপরীতে জুটি বাঁধেন আশা জাগানিয়া ববি, তখন সেই উর্ধ্বমুখী প্রত্যাশা থাকাটা নিশ্চয় অন্যায় নয় ।



এবার আসি আাশার সাথে প্রাপ্তির মিল কতটুকু সে আলোচনায় । শাকিব খান আর ববি মোটামুটি অভিনয় করলেও বাকীদের অভিনয় দেখে আমি যারপরনাই হতাশ । সংলাপ ও ক্যামেরার শটে মনে হয় পরিচালক খুব বেশে উদাসীন ছিলেন । কোথায় উন্নতি দেখব তা তো নাই-ই আরো উল্টো কয়েকধাপ পিছিয়ে গিয়ে ক্যামেরার কাজ ও সংলাপ এর মান একেবারে তলানীতে ঠেকেছে ।



কাহিনীর ক্ষেত্রে কিছু বৈচিত্র আনার চেষ্টা করেছেন । নায়ক- নায়িকার পরিচয় যেভাবে হলো তা কিছুটা ব্যতিক্রম বলতেই হবে । কাহিনী বৈচিত্র্যে অনেকটা সস্তা ঢঙের হিন্দী মুভির মত শুরু হওয়া সিনেমাটির প্রথমার্ধে কিছুটা একঘেঁয়েমি ভাব চলে আসে । তুলনামূলকভাবে দ্বিতীয় ভাগের অভিনয় এবং সংলাপ ভাল ছিল ।



বাংলাদেশে অবশ্য একটা জিনিসের অভাব হয় না কখনো, হাততালি এবং শিষ বাজানোয় কখনো কম যাই না আমরা । সিনেমার গানগুলোতে দর্শক অনেক হাততালি দিয়েছে । ববির কালারফুল ড্রেসের উপস্থিতিতে দর্শক শিষ দিবে এটা তো আর বলার দরকার নেই ।



যেসব দর্শক এখনো মুভিটি দেখেন নি তাদেরকে বলব আমার কথা শুনে হলে যাওয়া বা এই মুভিটি দেখা থেকে বিরত থাকবেন না । কেননা, না দেখলে বাস্তবতা যেমন আমরা বুঝব না, তেমনি আমার সমালোচনা কতটা প্রাসঙ্গিক তাও তো আপনারা বুঝবেন না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.