![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সেমিস্টার ফাইনাল থাকলেও গতকাল বিকাল ৩ টাই হঠাত করেই বলাকাতে দেখতে গেলাম মোস্তফা কামাল রাজ এর ‘তারকাটা” ছবিটি। হল কানায় কানায় পূর্ণ ছিল।
রাজ এর প্রথম ছবি প্রজাপতি এর তুলনায় ‘তারকাটা” অনেক ভালো বলতে হবে। এই সিনেমায় অভিনয়ে আরেফিন শুভ তার পূর্বের দুইটি সিনেমা(পূর্ণদের্ঘ্য প্রেমকাহিনী ও অগ্নি) কে ছাড়িয়ে গেছে। মৌসুমী ও এজাজের অভিনয় ছিল বেশ সাবলীল। তবে সিনেমায় পাকাপোক্ত হতে হলে বিদ্যা সিনহা মীম কে আরও ভালো অভিনয় করতে হবে।
কাহিনী সংক্ষেপ:
সিনেমায় নায়ক(আরেফিন শুভ) ও নায়িকার(বিদ্যা সিনহা মীম) থেকে ভাই(আরেফিন শুভ) ও বোন(মৌসুমী) এর সম্পর্ককে বেশী গুরুত্ব দেয়া হয়েছে। এই সিনেমায় নায়ক একজন প্রফেশসাল কিলার। মূলত একটি খুনের ঘটনায় তাকে ফাসানো হয়। সেই সময় কেউ তাকে বিশ্বাস করেনি এমনকি তার বোনও যাকে সে সবথেকে বেশী ভালোবাসত। তার বোন এ সময় তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে অন্যদিকে একজন ক্যাডার(ডা. এজাজুল ইসলাম) তাকে রক্ষা কওে এবং সে অপরাধ জগতে প্রবেশ করে। একদিকে ভাই(আরেফিন শুভ) ও বোন(মৌসুমী) এর দ্বান্দ্বিক সম্পর্ক ও অন্যদিকে নায়িকা(বিদ্যা সিনহা মীম) কে একজন বার সিংগার থেকে দেশের সেরা গায়িকা বানানো এই দুটি সিকোয়েন্স একই সাথে চলতে থাকে। একসময় বোনকে বাচাতে গিয়ে নিজের জীবন সপে দেয় সন্ত্রাসীদের হাতে। এখানেই সিনেমার সমাপ্তি।
যা ভালো লেগেছে:
১. শুভর কসটিউম
২. সাউ- কোয়ালিটি
৩. এজাজের অভিনয়
যা ভালো লাগেনি:
১. কাহিনীর দুর্বলতা
২. একই গান এর পুনরাবৃত্তিতে দর্শক বিরক্ত হয়েছে বলে আমার মনে হয়েছে।
বাংলাদেশের প্রেক্ষাপটে তারকাটা একটি আশাজাগানিয়া সিনেমা। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ রইল।
২| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৩
আরজু পনি বলেছেন:
অল্প কথায় ম্যাচিউরড রিভিউ...
আপনার পোস্টটাই বেশ আশা জাগানিয়া ।
বুকমার্কড ।।
৩| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৮
সময়ের ডানায় বলেছেন: সুন্দর রিভিউ।
৪| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ২:০০
ডি মুন বলেছেন: আরজুপনি বলেছেন:
অল্প কথায় ম্যাচিউরড রিভিউ...
সহমত
৫| ০৮ ই জুন, ২০১৪ রাত ৮:৩৮
ফরহাদ রেজা যশোর বলেছেন: অনেক ধন্যবাদ।এমন উতসাহ পেলে লিখতে ভালো লাগে।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:১৯
বটের ফল বলেছেন: সুযোগ পেলে দেখার ইচ্ছা আছে। ++++++