নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাপইপ্রিকা

ফরহাদ রেজা যশোর

অতি অলস প্রাণী।

ফরহাদ রেজা যশোর › বিস্তারিত পোস্টঃ

পিঁপড়াবিদ্যা - দর্শকের প্রত্যাশা পুরণ করতে পারে নি।

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৬


মোস্তফা সরয়ার ফারুকী এত বড় একজন নির্মাতা তিনি কিনা এটা বুঝলেন না, একটা নাটকর গল্প দিয়ে সিনেমা বানানো যায় না। হ্যা, কথা বলছি সদ্য মুক্তিপ্রাপ্ত পিঁপড়াবিদ্যা সিনেমা নিয়ে।

বর্তমান সময়ের এমএলএম ব্যবসার হালচাল ও মোবাইলে ব্লুটুেথর মাধ্যমে পর্ণগ্রাফী ছড়িয়ে যাওয়া এই দুটি রিষয়কে ফারুকী সাহেব তার এই চলচ্চিত্রে তুলে ধরেছেন। ছবিটির ছোট্ট একটা কাহিনিকে চুইংগামের মত টেনে বড় করার চেষ্টা করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই থিম নিয়ে বড়জোর একটি নাটক এমনকি একটি পাঁচ মিনিটের বিজ্ঞাপন করা যায়। একটি সিনেমা তো নয়ই।

যাই হোক আমি সিনেমার গল্প বলব না। তাহলে আর সিনেমা দেখার মজা থাকবে না।

পিঁপড়াবিদ্যা ছবির নায়িকা বিপিএল গার্ল শীনা চৌহানসহ নবাগত নায়ক নূর ইমরান মিঠু বেশ ভালো অভিনয় করেছেন। পিঁপড়াবিদ্যা বর্তমান সময়ের গল্প যা হাজার বছর ধরে চলে আসা মধ্যবিত্ত পরিবারের এক যুবকের আশা, না-পাওয়া, অবদমিত বিষন্নতা, সীমাবদ্ধতা, লোভ ও লোভের পঙ্খিরাজের লাগামহীন বিচরণকে তুলে ধরা হয়েছে এ ছবিতে।

আমার কথাই আপনারা হতাশ হবেন না। ছবিটি দেখার আমন্ত্রণ রইলো।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৭

বদিউজ্জামান মিলন বলেছেন: ভাই মনিহারে কি ছবিটা মুক্তি পেয়েছে?

২| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৯

অপূর্ণ রায়হান বলেছেন: প্রত্যাশা ছিল না , নেই । নামকরনে কেরামতি দেখাইলেই ভালো চলচ্চিত্র হয় না ।

ভালো থাকবেন :)

৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪০

ফরহাদ রেজা যশোর বলেছেন: ভাই আমি তো ঢাকারে বলাকাতে দেখেছি।তবে মনিহারেও ছবিটি মুক্তি পাওয়ার কথা।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪১

ফরহাদ রেজা যশোর বলেছেন: একজন বড় নির্মাতার কাছ থেকে দর্শক আরো ভাল ছবি প্রত্যাশা করে।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫১

শাহীন উল্লাহ বলেছেন: একটা নির্মাতা যখন বলে তার বিজ্ঞাপনগুলো হচ্ছে এক একটা চলচিত্র >>> তখন আর কি আশা করা যায়, তার চলচিত্র গুলো কখনই আমার সিনেমা মনে হয় নি,,, সব গুলোই টেলিফিল্ম মনে হয়েছে,,,,,,,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.