![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..............................বদরুল আলম
সুখ যে আমি চাইনা শুধু
দুঃখ ভালবাসি
সুখের মাঝেও কান্না আসে
দুঃখ পেলে হাসি।
অনেক পাওয়ার হিসেব খোলে
না পাওয়াটা খোজি
অনেক স্বপ্ন পূরণ হলেও
হাহাকারটা বুঝি।
মেঘলা আকাশ মিলিয়ে আবার
প্রখর সুর্য আসে
সবুজ ঘাসে ঝিকমিকিয়ে
তপ্ত রোধযে হাসে।
একটি সন্ধ্যা ঘনিয়ে এলেই
প্রভাতটাকে দেখি
প্রভাত হলে সন্ধ্যা তারার
কাব্য গাথা লেখি।
জন্ম হলেই মৃত্যুটাকে
অনিবার্য বলি
মৃত্যু হলে পুনর্জন্ম
শুধু এড়িয়ে চলি।
©somewhere in net ltd.