![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-----------------------------------বদরুল আলম
ভোরের শিশির বিন্দু
সূর্য উদিত হলে
তোমায় হারাব বলে
চোখে ভাসে মহাসিন্ধু।
সন্ধ্যাকাশের তারা
রাত্রি ঘনিয়ে এলে
তুমি যাবে দুরে চলে
হয়ে যাব তুমি হারা।
আমার প্রিয়ার মুখ
ক্যালেন্ডারের পাতায়
স্মৃতি হযে যাবে খাতায়
হারিযে যায় যে সুখ।
প্রণয়ীর চাওয়া গুলো
বয়সের যাতাকলে
মুছে যায় পদতলে
মরিচিকা সম ধুলো।
জীবনের শেষ বেলায
স্মৃতি গুলো জেগে রয়
অশ্রু ধারা যে বয়
হারানো হারানো খেলায়।
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:০৫
বালাম সিটিকে বলেছেন: অনেক ধন্যবাদ
২| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগা+
৩| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৯
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লেখনি।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:০২
মোফাজ্জেল বলেছেন: অনেক সুন্দর লিখেছেন