![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
--------------------------------------------- ( বদরুল আলম )
প্রিয়তমা -- তুমি আজ-
বিপনী- বিতানে বিক্রি হয়েছ, মুল্যহ্রাসের শপে
কি হবে আজ নামটি তোমার, কবিতার মাঝে ছেপে?
স্রোতের টানেযে এগিয়ে চলেছ, হবেকি পেছনে ফেরা
আমার জীবন ভাটির টানেতে, স্মৃতিগুলো দিয়ে ঘেরা।
মেঘলা আকাশে দেখেছি তোমায়, সাদা মেঘ যেন তুমি
বৃষ্টি ঝরিয়ে সজীব করেছ, তুমি যে বিরাণ ভুমি।
সুর্যোদয়ের পুব আকাশে, তুমি ছিলে আলো শিখায়
আজ তোমাকেই খোজে ফিরি শুধু, মরুমাঝে মরিচিকায়।
তোমার আখিতে বাসর রাতের, প্রেয়সীর লাজুকতা
সেই তুমি আজ, নাকি আর কেউ, যেন এক রুপকথা।
হয়ত স্বর্গে যাওনি এখনো, আছো যে স্বর্গ সুখে
তোমার সুখের সনদ দেখেছি, আলো ঝরা চোখে মুখে।
©somewhere in net ltd.