![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
--------------------------------------------------- ( বদরুল আলম )
আমি দুঃখ সাগরে ডুব দিয়ে তবু, সুখের রসদ খোজি
আমি রাত জাগা পাখি জেগে রই, শুধু দু চোখের পাতা বুজি।
আমি সৎ হয়ে যাব মনে করি, তবু অসৎ চর্চা করি
আমি অনন্ত কাল বেচে রব, তবু বার বার যেন মরি।
আমি ছেড়া কাঁথায় যে শুয়ে থেকেও, রাজ্য স্বপ্নে দেখি
আমি তোমাকে নিয়ে ভাবব না, তবু তোমার কথাই লেখি।
আমি অলসতা আর করব না, তবু বিছানায় শুয়ে থাকি
আমি মুদির দোকানে নগদেই খাব, তবু হয়ে যায় বাকি।
আমি তোমার স্মৃতি যে ভুলে যাব, তবু বার বার মনে পড়ে
আমি বনবাসী হতে ছুটে যাই, তবু চেয়ে দেখি নিজ ঘরে।
আমি সুখের কথা ভাবি নাকো আর, দুঃখের কথা বলি
আমি সরল পথে তাইতো চলিনা, আঁকাবাঁকা পথে চলি।
২| ০৩ রা মে, ২০১৭ রাত ১২:৫২
বালাম সিটিকে বলেছেন: আসলে সকল বন্ধন ত্যাগ করে ইচ্ছে হয় বনে চলে যেতে -- কিন্তু মায়ার বন্ধন যে বড় সাংঘাতিক --
অনেক ধন্যবাদ
৩| ০৩ রা মে, ২০১৭ রাত ১২:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো নিজেকে প্রকাশ করার কবিতায়। বর্ণনা গুলো সুন্দর কথায় সাজিয়েছেন। ভালো লাগলো ।
শুভকামনা রইর ।
৪| ০৩ রা মে, ২০১৭ রাত ১২:৫৭
বালাম সিটিকে বলেছেন: অনেক ধন্যবাদ -- নয়ন ভাইয়া
৫| ০৩ রা মে, ২০১৭ রাত ১:০০
ওমেরা বলেছেন: খুব সুন্দর লাগল কবিতা ।
৬| ০৩ রা মে, ২০১৭ রাত ১:১৪
বালাম সিটিকে বলেছেন: অনেক ধন্যবাদ
৭| ০৩ রা মে, ২০১৭ দুপুর ২:৪৭
নয়ন বিন বাহার বলেছেন: আহা! মধু মধু..........
ভাল লাগল রে ভাই..........
৮| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:৩১
বালাম সিটিকে বলেছেন:
অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৭ রাত ১২:৪৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অসাধারণ ভাব প্রকাশ।
আমি বনবাসী হতে ছুটে যাই, তবু চেয়ে দেখি নিজ ঘরে। শুধু এখানে সমস্যা আছে।