![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-------------------------------------------------- ( বদরুল আলম )
আমার জীবন পান্ডুলিপি তো লিখেছ নিজের হাতে
আল্লাহ বলি, ইশ্বর বলি, কিবা যায় আসে তাতে।
সৃষ্টিকর্তা একজনই তো, ধর্মে কি যায় আসে
ধর্মের নামে ভন্ডামি দেখে, স্বয়ং বিধাতা হাসে।
তোমার নীরব ইশারায় যদি, সকল কিছুই হয়
তবে কেন আজ ধরনীর বুকে, তপ্ত বাতাস বয়।
সৃষ্টিকর্তা 'তুমি যে একক' সব ধর্মেরই বানী
লক্ষভ্রষ্ট মানব জাতীকে, নাওনা বুকেতে টানি।
স্বর্গ- নরক আলাদা রেখেছ, অন্য ঠিকানা দিয়ে
ধরনীই আজ কেনযে নরক, অভিযোগ তাই নিয়ে।
একই ধর্মের মাঝেও আজকে, নেই কেন তবু মিল
একই ধরনীর মানুষগো মোরা, সবার আকাশই নীল।
হে বিধাতা নতুন আরেক পান্ডুলিপি লেখ
অশান্তি নয়, সকলের গৃহে শান্তির বানী রেখ।
০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:৩৭
বালাম সিটিকে বলেছেন: আজকের মত অসুখী মোরা
ছিলেম নাতো আগে
একটু সুখের নাগাল পেতে
কতটা মুল্য লাগে?
------ধন্যবাদ ভাইয়া
২| ০৭ ই মে, ২০১৭ রাত ১১:২৮
চাঁদগাজী বলেছেন:
সবই মানুষের কল্পনার জগৎ
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:২৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: দুঃখ ছাড়া সুখ-শান্তি
কতটা মধূর লাগে
কেমনে বুঝি দেখিনি কিছু
সন্দেহ তাই জাগে!