![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
--------------------------------------------------- (বদরুল আলম)
আজকের চেয়ে সুখেই ছিলাম, ফেলে আসা দিনে
হয়ত ছিলেম রিক্ত দেউলে, জর্জরিত ঋণে।
হয়ত সেদিন অনেক কিছুর অভাব ছিল জানি
তবুও সেদিন ডাকছে আমায়, দিয়েযে হাতছানি।
আজকে দেখি অনেক পাওয়ায় স্থবির হয়ে গেছি
হাতের কাছে ফোনটি বাজে,মাথার উপর এসি।
আজকে কোথাও যেতে হলে গাড়ির চাকা ঘুরে
হোকনা সেটি হাতের কাছে,কিংবা খানিক দুরে।
বিশ্ব যে আজ হাতের মুঠোয়, লাভ কি সেথায় গিয়ে
জীবনটাকে সাজিয়ে দিলেম, রং তামাসা দিয়ে।
মাঠের প্রান্তে দৌড়ে যেতাম, জলের মাঝে ঝাপ
এক পাশে মোর মা যে ছিল,আরেক পাশে বাপ।
গল্প হতো সবাই মিলে, সূর্য ডুবে গেলে
বসত সবাই গাত্র ঘেষে, সন্ধ্যা প্রদীপ জ্বেলে।
আজকে সেসব আড্ডাগুলো টিভির সাথেই হয়
আপন জনকে তাড়িয়ে সবাই যন্ত্র নিয়ে রয়।
চোখের জ্যোতি আজকে যেন ঝাপসা হয়ে আসে
অতীত দেখে বর্তমান যে চক্ষু টিপে হাসে।
অনেক পাওয়ার মাঝেও তবু, কি যেন আজ নেই
আবার যদি কুড়িয়ে পেতাম, হারানো দিন সেই।
১২ ই মে, ২০১৭ দুপুর ২:০৫
বালাম সিটিকে বলেছেন: আমার/আপনার আজকের এ বর্তমান
সেতো অতীতেরই দান
ধন্যবাদ
২| ১২ ই মে, ২০১৭ রাত ২:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো।
অতীত ফিরে ফিরে আসে, আসবেই শেষপ্রান্ত পর্যন্ত।
খুব সুন্দর কবিতা সাজিয়েছেন। কবিতা পড়ে অতীতের আকাশ ঘুরে এলাম।
শুভকামনা রইল।
১২ ই মে, ২০১৭ দুপুর ২:০৬
বালাম সিটিকে বলেছেন: অতীত হল নিজের দেহের অঙ্গের মত
কখনো ফেলে দেয়া যায় না
ধন্যবাদ
৩| ১২ ই মে, ২০১৭ সকাল ১১:১৪
কানিজ রিনা বলেছেন: কবিতা ভাল হয়েছে। ধন্যবাদ
৪| ১২ ই মে, ২০১৭ দুপুর ২:০৮
বালাম সিটিকে বলেছেন:
একটি সৃষ্টি যখন অপরের ভাল লাগে, তখন এক অমৃতের স্বাদ আস্বাদন হয়
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৭ রাত ১:১৮
কল্পদ্রুম বলেছেন: অতীত নিয়ে আফসোসের কবিতা।বেশ সুন্দর।