![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
----------------------------------------------( বদরুল আলম)
ধর্ষন কথা, ধর্ষক দেখে ,হয়ে যাই মোরা দর্শক
আজকের দিনে ধর্ষন কথা, বড়ই লোমহর্ষক।
ধর্ষক বলে ধর্ষন করা, এটাও কি কোন পাপ?
ধর্ষন কাজে সহায়তাকারী, স্বয়ং তাহার বাপ।
''এমন কাজতো অহরহ করি, কিবা আসে যায় তাতে?''
''দিনের আলোতে করি নাইতো, করেছি আধার রাতে।''
''যখন শুনেছি মামলা হয়েছে, অবাক হয়েছি আমি''
''ধর্ষন করে গ্রেপ্তার হব, এটা কোন পাগলামি।''
এমন কথা নসীবের দোষে, শুনিতে হচ্ছে আজ
কিসের বিচার, এদের মাথায় পরুক আজকে বাজ।
ওদের কথায় ধর্ষন যেন, 'গনতান্ত্রিক দাবি'
মনে রাখ আজ, একদিন তোরা, ঝাটা-জুতা পেটা খাবি।
১৩ ই মে, ২০১৭ রাত ১:১৪
বালাম সিটিকে বলেছেন: ধন্যবাদ
২| ১৩ ই মে, ২০১৭ রাত ২:০৭
তাওহীদ৭১তমাল বলেছেন: ধর্ষক বলে ধর্ষন করা, এটাও কি কোন পাপ?
ধর্ষন কাজে সহায়তাকারী, স্বয়ং তাহার বাপ
---দুঃখজনক
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৭ রাত ১:১২
সচেতনহ্যাপী বলেছেন: ''ধর্ষন করে গ্রেপ্তার হব, এটা কোন পাগলামি।'' আসলেই।।