![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-----------(বদরুল)
তোমায় কেন ভুলতে যাব
ভুলতে তোমায় যায় কি?
যে নাম গাথা মনের মাঝে
মন তা ভুলতে চায় কি?
হয়ত তুমি হারিয়ে গেছ
তেপান্তরের মাঠে
কিংবা তুমি ডুব দিয়েছ
তালপুকুরের ঘাঠে।
শীতকালেতে আস তুমি
ভোরের শিশির হয়ে
তোমার স্পর্শ আমিযে পাই
আলতো করে ছুয়ে।
দিনে থাকো সুর্য হয়ে
রাত্রে হয়ে চাঁদ
বন্ধু তোমায় আটকে দেব
পাতব আমি ফাদ।
বিদায় তোমায় দেইনি বন্ধু
হারিয়ে গেলে দুরে
ভাসিয়ে গেলে নয়ন জলে
কাদিয়ে গেলে মোরে।
২| ১৭ ই মে, ২০১৭ রাত ৯:৪৯
বালাম সিটিকে বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৭ রাত ১:০৩
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা