![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
--------------( বদরুল )
জীবন ফুরিয়ে যায়
জীবন হারিয়ে যায়
এইতো হারিয়ে যাওয়া শৈষব স্মৃতি গুলো
আখিতে জ্বলন্ত চির, জমেনি যে ধুলো।
পুরনো কাথায় পাই,ছেলেবেলার জামা
মনকে নাড়িয়ে দেয়ে , শৈষবনামা।
পুরনো আবর্জনায় ঘুড়িটির নাটাই
সব আজ স্মৃতিহল, সুখ হল ছাটাই।
বাবার হাতটি ধরে বাহিরেতে যাওয়া
পচিশ পয়সা দিয়ে আইসক্রীম খাওয়া।
মায়ের মাখানো ভাত বরই যে স্বাদ
আজ নেই সেই সূধা স্বাদ আহলাদ।
বড় হরফের বই সুর করে পড়া
অথবা সাঝের বেলা জোনাকী ধরা।
ছিলনাতো ডিজিটাল কোন আয়োজন
পিতা মাতা ভাই বোন সুখি কয়জন।
যখন রাত্রি বেলা নীরবতা নামে
স্মৃতিগুলো এসে যায় ব্যথা ভরা খামে।
শৈষব খোজি আজ সন্তান মাঝে
শৈষব খোজি আজ নিরলস কাজে।
২| ২২ শে মে, ২০১৭ রাত ৯:২৭
বালাম সিটিকে বলেছেন: ধন্যবাদ অনেক অনেক
৩| ২২ শে মে, ২০১৭ রাত ৯:৩০
বালাম সিটিকে বলেছেন: আসলে চরম সত্য কথাটি হচ্ছে, আজকের দিনটিও আগামিতে মধুময় স্মৃতি হয়ে যাবে.....
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৭ ভোর ৫:০৩
জগতারন বলেছেন:
কবিতা পড়ে মুগ্ধ আমি ।
কবির প্রতি সুভেচ্ছ রহিল।
আমি ছোট্ট বেলায় যখন প্রথম আইসক্রীম খাই সেটা সম্ভবত ১৯৬৫ সালে। আইসক্রীমের দাম ছিল; দুই পয়সা, চার পয়সা ও সবচেয়ে ভালোটার দাম চার আনা। ৬৪ পয়সায় ১টাকা। তখন ফিল্ড মার্শাল আইয়ুব খাঁন ক্ষমতায়। পূর্ব পাকিস্তানের অবকাঠামোর
উন্নয়নের বিশাল কর্মযজ্ঞ দেখে বিস্মিত হয়েছি। সে দিন আর আসবেনা।