![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
------------------------------------( বদরুল আলম)
আমরা বলি ওহঃ লোকটি মরে গেল!
মরে যাওয়টাই যে বাস্তব সত্য,
বেঁচে থাকাটাই বরং আশ্চর্য!
এইযে বেঁচে আছি -
লাখো ক্রিয়াপদের সম্মিলিত ফলাফলে
রাইন নদীর মত স্রোতের টানে
দেহে রক্ত বয়ে চলে - নালী বেয়ে শিরা বেয়ে -
আর তবেই না বেঁচে আছি।
হৃদপিণ্ড নামক এক প্রকৌশলী
অনবরত বুকের জমিতে
হাতুড়ি চালাচ্ছেন- ঠক ঠক করে -
আর তবেই না বেঁচে আছি।
কিডনী নামক এক চা ওয়ালা
হাতে চায়ের ছাকনী নিয়ে-
অনবরত ছেকেই যাচ্ছেন-
আর তবেই না বেঁচে আছি।
ফুসফুস নামক এক বেলুন বিত্রেতা
হাতে বেলুন নিয়ে
অনবরত ফুলিয়ে বিক্রি করছেন
আর তবেই না বেঁচে আছি।
এত কিছুর পর বেঁচে থাকা-
একটি না হলেই মরে যাওয়া-
তবু একবারও বলি না " ওহঃ লোকটা বেচে আছে!"
০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:৪৬
বালাম সিটিকে বলেছেন: অসংখ্য ধন্যবাদ
অন্যভাবে দেখা হলেও এটাই বাস্তবতা
ধন্যবাদ
২| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১:৩৬
গ্যাব্রিয়ল বলেছেন: সুন্দর লিখেছেন কবি।
০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:৪৬
বালাম সিটিকে বলেছেন: অসংখ্য ধন্যবাদ
ভাল থাকবেন
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৭ রাত ১:২৯
মন থেকে বলি বলেছেন: অন্যভাবে দেখা। দারুন হয়েছে।