![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
------------- (বদরুল আলম)
ঈদ যে আসে একটি সময়
একটি বছর ঘুরে
ঈদের বার্তা অনেক গৃহে
যায় যে থেকে দুরে।
ঈদ আসে যে সবার গৃহে
আসলে কি তাই
ঈদ আসে না সবার গৃহে
আনন্দ ও নাই।
পাহাড় ধ্বসে গৃহ হারা
মাথার যে নেই ঠাই
এমন ঈদে আমরা বল
শান্তি কোথায় পাই।
ঈদ আসে যে সবার গৃহে
গ্রাম গঞ্জে হাটে
আমার যে ভাই ঘরখানা নেই
ফুটপাতে রাত কাটে।
খুসবু ছড়ায় পোলাও খোরমা
হয় যে বাতাস ভারি
মুখ দিয়ে ত পাই না খেতে
নাক দিয়ে খেতে পারি।
আত্বহত্যা করল মেয়েটি
নতুন জামার জন্য
সভ্যতা গড়ি সভ্য প্রজাতি
হয়ে আছি আজো বন্য।
যদি পার তবে ফুটিয়ে তুল
সবার মুখেতে হাসি
বল ভালবাসি বাংলাকে
আর মানুষকে ভালবাসি।
©somewhere in net ltd.