![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
--------------------------------------------বদরুল আলম
সেদিন বন্ধু মেঘলা রাতে,বললে এসে কাছে
বন্ধু চলে যাব
আরকি দেখা পাব
স্মৃতি গুলো মুছে ফেল,কষ্ট পাবে পাছে।
বাহু যুগল বাড়িয়ে দিল, উদাস আখি মেলে
নয়ন যুগল সিক্ত ছিল
বক্ষ মাঝে টেনে নিল
আকাশখানা মেঘলা ছিল, বিজলী খেলা খেলে।
সেইযে বন্ধু হারাই তোমায়,আরতো দেখা নাই
জীবনখানা নষ্ট হল
নরকসম কষ্ট হল
লক্ষ তারায় তবুও খুজি, যদি দেখা পাই।
বলরে বন্ধু একটি বার, তুই কি আছিস ভালো
আমায় ছাড়া দিনকি কাটে
শুন্য মাঠে শুন্য ঘাটে
দিনগুলো কি আলোয় ভরা,নাকি আধার কালো।
২| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১২:২০
বালাম সিটিকে বলেছেন: অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৭ রাত ১২:০৩
ভ্রমরের ডানা বলেছেন:
বেশ নিপাট কবিতা! ভাল লাগা!