নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর সকল শাষক গোষ্ঠীকে বুঝাতে হবে বঞ্চীতদের দুনিয়া একটাই,তারা একই স্বরে কথা বলে

পৃথিবীর সকল শাষক গোষ্ঠীকে বুঝাতে হবে বঞ্চীতদের দুনিয়া একটাই,তারা একই স্বরে কথা বলে।

ফয়েজ ০৮

পৃথিবীর সকল শাষক গোষ্ঠীকে বুঝাতে হবে বঞ্চীতদের দুনিয়া একটাই,তারা একই স্বরে কথা বলে।

ফয়েজ ০৮ › বিস্তারিত পোস্টঃ

সাংবাদিক নেতাদের বলছি...

১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৪

এই ব্লগের সকল সাংবাদিক বন্ধু,ভাইদের দৃষ্টি আকর্ষন করছি। সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডের ঘটনায় চলামন আন্দোলনের অংশ হিসেবে ১১ মার্চ গণমাধ্যম ধর্মঘটের যে ডাকা সাংবাদিকার দিয়েছে তা হচ্ছে না। জানতে পারলাম সাংবাদিক নেতাদের অনাগ্রহ এবং নিষ্ক্রিয়তার কারনেই এটি হচ্ছে না।

মূলত সাংবাদিক সংগঠনগুলোর রাজনৈতিক ভিবক্তির কারনেই এটি হচ্ছে না। তবে হা লোক দেখানে আরেকটি সমাবেশ হতে যাচ্ছে।



শ্রদ্ধেয় সাংবাদিক নেতারা,

আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা সম্ভবত ভুল করতে যাচ্ছেন, হতে পারে পরিকল্পিত ভাবেই করছেন তবে এই সন্ধেহটি আমি আপনাদের বিরুদ্ধে রাখতে চাচ্ছি না্। তবে হা বলে রাখি ভাই... আপনারা যদি এই ইস্যুতে সক্রিয় এবং একমত থাকতে ব্যার্থ হন, সাংবাদিক সমাজে আপনাদের কোন প্রয়োজনীয়তা আছেন বলে আমি মনে করিনা।

আমার মতো তরুণ সাংবাদিকদের বেশীর ভাগই যদি এই দলে হয়, এবং বুঝতে পারে আপনাদের দিয়ে আমাদের কোন কাজে আসেনা তাহলে আপনাদের এসব দলা-দলীর বিরুদ্ধে আমরা নানা ভাবে সক্রিয় হতে শুরু করবো। দয়াকরে আমাদের সেন্টিম্যান্টকে বোঝার চেষ্টা করুণ। আমাদেরকে আপনাদের পাশে রাখুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.