![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সকল শাষক গোষ্ঠীকে বুঝাতে হবে বঞ্চীতদের দুনিয়া একটাই,তারা একই স্বরে কথা বলে।
আমি জুনায়েদ এখন সোস্যাল মিডিয়ায় ভাইরালে পরিনত হয়েছে। মূল ভিডিওটির পাশাপাশি ডজন খানেক স্যাটায়ার ভিডিও-ও পাওয়া যাচ্ছে ফেসবুক ইউটিউবে। এ বিষয়িট নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়েছে, হচ্ছে। নানা রকম ভিডিও তৈরি করে অনেকে নিজেদের প্রতিভার জানান দিচ্ছেন অথবা এটা তাদের প্রতিবাদের ধরণও হতে পারে। আমি ভিডিওটি কম করে পাঁচবার দেখেছি। কারণ একটাই। একটা বিষ্ময়কর জিনিস এই ভিডিওটিতে খেয়াল করেছি। দেখলাম জুনায়েদ যখন নূরুল্লাহকে মারে সে সময় পাশ দিয়ে বেশ কজন বয়স্ক লোক হেঁটে যাচ্ছিলেন। তারা একবার তাকিয়ে দেখেছেনও। কি আশ্চর্য! উনারা একবার মনেও করলেন না, তাঁদের এই বয়স পর্যন্ত বেঁচে থাকার মূল কারণই হচ্ছে এখানে হস্তক্ষেপ করা, কলহ থেকে সমাজটিকে বাঁচানো, প্রজন্মকে বাঁচানো। সবই কি এ প্রজন্মেরই দোষ! দায়ীত্ব এড়িয়ে যাওয়া কি পাপ নয়!
না ইহাকে শুধুই জেনারেশন গ্যাপ বলে না, ইহাকে সমাজের ভাঙনও বলে, যাহা ভাঙিবার কালে যে শব্দ করে তা শুনিতে অনেকটা এরকম- 'আমি জুনায়েদ... জুনায়েদ..'
১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
ফয়েজ ০৮ বলেছেন: ধন্যবাদ
২| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৩:২৬
সাগর মাঝি বলেছেন: উফঃ....হায়রে মানুষ
১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
ফয়েজ ০৮ বলেছেন: 'মানুষ সবে হয় কি!'
৩| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৭
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: এটাইতো আমাদের সমাজের প্রতিচ্ছবি
১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
ফয়েজ ০৮ বলেছেন: তাইতো দেখছি
৪| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৩
জাহিদ হাসান বলেছেন: জুনায়েদ কিডায়?
১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
ফয়েজ ০৮ বলেছেন: জুনায়েদরে ছিনেন না!
৫| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৬
বিজন রয় বলেছেন: এটা কি ওদের অভিনয় ছিল?
১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
ফয়েজ ০৮ বলেছেন: না তা হবে কেন! জুনায়েদ নিজে হিরো হতে যাচ্ছিল...
৬| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৯
সোজোন বাদিয়া বলেছেন: আপনার সংবেদনশীলতা এবং বক্তব্যের প্রতি অকুন্ঠ শ্রদ্ধা জানাই। ভাল থাকুন।
১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
ফয়েজ ০৮ বলেছেন: আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৬ রাত ১:৫৯
শেয়াল বলেছেন: এক্কেরে ঠিক ধরছেন। কিন্তু মাগার কিসসু করার নাইক্কা।