![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা ম্যাঙ্গোবার থুক্কু ম্যাঙ্গো জনতা না।
এইটা সন্দেহের দোয়ারে ইতি টেনেই বলা যায়।
বিশেষ করে আমরা যারা ইউসি ব্রা,ভিপিএন ইউজ কইরা ফেবু চালাচ্ছি বা চালাচ্ছেন।
বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনে বলেছিলেন_
কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না।তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো।আরো অনেক কিছু বলেছিলেন তবে আমার তেমন একটা মনে নেই।জাতীয় দিবস গুলোতে মাইকে শুনে যা মুখস্থ করা যায় তাই মনে আছে।
হ্যা সত্যিই তো।আমরা যেইসব পোলাপাইন সরকার কিংবা জাতির চেয়ে তিন হাত এগিয়ে আছি তারা বঙ্গবন্ধুর চেতনা ব্যাপুক হারে কাজে লাগাচ্ছি বা লাগাচ্ছেন।
হ্যা,আমাদের কেউ দাবায়ে রাখতে পারে নাই ফেবু চালাচ্ছিই।
আমাদের যা কিছু আছে তাই নিয়েই প্রস্তুত আছি।কেউবা মুহুর্তেই বিভিন্ন দেশে বসেই চালাচ্ছেন।
আর আমাদের মত দরিদ্র ফেবুকাররা তো ইউসি ব্রা ইউজ করতাছিই।
এইভাবেই চলুক না কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়।
আপনি যতই কাবিল কিংবা চালাকের ঘরের চালাক হন না কেনো আপনার বাবার চেয়ে কি এগিয়ে যেতে পারবেন??
আউলা ঝাউলা লিখা খানিতে রাঝনীতি না খুজলেই লিখাখানি পড়ে বিনুদুন পাবেন বলে মনে হয়!!
২| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০২
মোহাম্মদ ফয়েজ উদ্দিন পারবেজ বলেছেন: হ্যা ভাই বলেই দিয়েছি!!
এই লাইন দুইটাই মনে ছিল।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮
কমরেড ফারুক ২ বলেছেন: তিহাসিক ৭ই মার্চের ভাষনে বলেছিলেন_
কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না।তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো