![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অাপনার বন্ধুর সাথে রাস্তায় হাঁটছেন।হঠাৎ মনে হল অাপনার স্মার্টফোনটি অাপনার সাথে নেই।ব্যস্ত হয়ে গেলেন।কোথাও ফেলে এসেছেন কিংবা হারিয়ে ফেলেছেন বলে মনে হল।সব পকেটে খোঁজে অাপনি অাপনার স্মার্টফোনটি পেলেন।তারপর স্থির হলেন।
অাপনি রেস্টুরেন্টে অাপনার গার্লফ্রেন্ডের সাথে চোখাচোখি মত বসে স্যুপ খাচ্ছেন।হঠাৎ অাপনি দাড়িয়ে গেলেন।অাপনার পকেট হাতরানো শুরু করলেন।অাপনার মোবাইলটা পকেটে অাছে কিনা চেক করার জন্য।
যদি সব সময় অাপনার এ রকম সমস্যা হয় তাহলে অাপনাকে ধরে নিতে হবে অাপনি একটি মানসিক সমস্যায় ভুগছেন।যার নাম হল Nomophobia.
It's an abbreviation for "no-mobile-phone phobia.মানে অাপনার মোবাইল অাপনার সাথে থাকার পরও মনে হচ্ছে মোবাইলটি অাপনার সাথে নেই।অাপনি মোবাইল এডিক্ট।
মোটমুটি 50% মানুষ বর্তমানে নোমোফবিয়াতে ভুগছে।এর মধ্যে 58% পুরুষ অার 47% মহিলা।এবং এর মধ্যে 50% রোগী কখনো তাদের ফোনের সুইচ অফ করে না।9% তাদের ফোন অফ থাকলে সবচেয়ে বেশি টেনশন ফিল করে।অার মোটামুটি 45% নোমোফবিয়া পেশেস্ট তাদের মানিব্যাগ,ঘড়ি কিংবা ক্রেডিট কার্ডের চেয়ে মোবাইলকে বেশি গুরুত্ব দেয়।
মিলিয়ে দেখুন অাপনি নোমোফবিয়ার পেশেন্ট কিনা?????
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩০
মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলেছেন: কমদামী বেশীদামী সব রকম ফোনেই এইগুলা দেখা যায়
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১
আহমেদ আলিফ বলেছেন:
মোবাইলের দামটা একটু্ বেশি হলে, এই রোগের প্রবণতা বেশি ।