নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন

মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন › বিস্তারিত পোস্টঃ

বন্ধু ও টাকা ও সম্পর্ক

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৮:১০

#টাকা_ও_বন্ধু_সমাচার



#ঘটনা_১

দোস্ত তোর কাছে যে ৫০ টাকা পাই টাকাটা দে



মানে??কিসের টাকা???



ঐযে সেদিন যে নিলি



ও... অায় হিসাব করি।একটা চা অার একটা সিগারেট কত ঐযে সেদিন খাইলি ???১৫ টাকা,দুই দিন অর্ধেক অর্ধেক সিগারেট মানে একটা সিগারেট।কত???১০ টাকা।মোট পঁচিশ টাকা।অার সেদিন রাতে দুইটা সিগারেট নিছিলি।মানে ২০ টাকা।তাহলে মোট হল ৪৫ টাকা।তাহলে পাবি ৫ টাকা অায় নিয়ে যা....(smking is injurious to health)



যা তোর টাকাই লাগবো না।



শুনে থ বনে গেলাম টাকা নিব না।:p



বানী:বন্ধু রেগে গেলেন তো হেরে গেলেন



#ঘটনা_২

টেবিলেন উপর চিরকুট দেখে অবাক তানজিল।তার ক্লোজ থেকে অানক্লোজ হওয়া ফ্রেন্ড নোমান কথা বলবে না।তাই ঐতিহাসিক চিরকুট

"তোমার কাছে যে ৭০ টাকা পাই দয়াকরে দিয়ে দিবা।"



তানজিল পুরা থ।বলে কি????



এবার পাল্টা চিরকুট দেখে পুরাই টাসকি নোমান



দুইদিন রাজনের দোকানে খাওয়াইছি।১০০,১০০ করে ২০০,সেদিনের রিক্সা ভাড়া ২০ যাতায়াত,অাগে একটা বার্গারের দাম ৩০,সেদিনের বিকালের নাস্তা ৩০,অার কুলিয়ার চরের খাওয়া সহ ২০০ অার অতিরিক্ত ৩০০।মোট ৭৮০।থেকে ১০০ বাদ।থাকে ৬৮০।



চিরকুটটা তোমার দোস্ত নোমানের হাতে ধরিয়ে দিয়া বলাবা টাকা গুলো উপযুক্ত সময়ে পরিশোধ করতে।



ঠিক অাছে ওকে বলবা অামি ইন্টার্নির সময়ে হলেও টাকা পরিশোধ করবো



বানী:বন্ধু ওয়াদা দিলেন তো ফেসে গেলেন



#ঘটনা_৩



দোস্ত তোর কাছে যে ২০০ টাকা পাই টাকাগুলো দে



২০০ মানে!!!! ১০০টাকা পাবি। উল্টা পাল্টা কথার জায়গা পাস না।



অারে সেদিন অডিটরিয়ামের সামনে ১০০ নিলি অার মার্কেটে ১০০নিলি



অডিটরিয়ামের সামনের টা মনে অাছে মার্কেটের টা মনে নেই



ঠিক অাছে একশোই দিস



কয়েকদিন পর.......

দোস্ত তোর কাছে তোর কাছে ২০০টাকা পাইতাম।১০০তো স্বীকার করলি না।অার যে ১০০পাই ঐগুলা দে



টাকা পাস মানে!!!তুই কোন বংশের পোলা?? তোর কাছে টাকা ধার নিমু অামি!!!!হাসাইলি।যা বেটা কোন টাকাই পাস না।অাইছে!!কই থেকে অাইচস???



ঠিক অাছে।টাকা দিবি না ভালো কথা।অন্তত স্বীকার তো কর!!!!!



বানী:বন্ধু ইমোশনাল হলেন তো হেরে গেলেন।



#ঘটনা_৪



দোস্ত বাসায় যাব টাকা লাগবে। ৫০০ টাকা দে



টাকা নাই তো



অারে বাসা থেকে অাইস্যাই দিয়ে দিচ্ছি



দোস্ত বাসা থেকে অাসার তিন মাসতো পূর্ন করলি।টাকাটা দিতে পারবি???



ও......নে ৫০ টাকা নে।এখনকার মত চলতে থাক।বাকিগুলা দেখতেছি



ঠিক অাছে দোস্ত ধন্যবাদ অন্তত কিছু টাকাতো উদ্ধার হল



#ঘটনা_৫



দোস্ত তোর কাছে যে ২০০ টাকা পাই টাকা গুলা দে



কিসের টাকা??? কবে ????



অারে ফয়সালের এই বার্থেডের অাগের বার্থডে পার্টির টাকা



তুই অাসলেই একটা ছোট.........এতদিন পর কেউ পার্টির টাকা মনে রাখে!!!!!!



কি বললি ছোট.......!!!!!!!



অারে তুই অাসলেই ছোট ভাইয়ের মত।নে এক কাপ চা খা



তাড়াতাড়ি দিতে বল।দেরি করতে পারবো না



বললাম অার চা খাবি। এমনিতেই বলছিলাম। নে নে খা এক কাপ



বানী ঘটনা ৪ ৫:টাকা পাওয়ার সময় ডিউরেশন মনে রাখলেন তো ভুল করলেন।

#ঘটনা_৬



দোস্ত তোর কাছে অামি ২০০ টাকা পাই



কিসের???টাকা



পার্টির ১০০ অার সেদিনের ৭০



১৭০!!!!তো ২০০ বলিস কেন????



টাকাটা দিতে পারবি???



অামি এখন হিসাব করবো????হিসাব করলে কিন্তুু কাপড় চোপড়, বেড বই বিক্রি করে টাকা পরিশোধ করতে হবে



দোস্ত থাক। হিসাবের মত কষ্ট কর কাজ অার করিস না।টাকাটাই না হয় নাই দিলি!!!!



#ঘটনা_৭

দোস্ত যে টাকাটা পাস টাকাটা নে



দোস্ত টাকা দিবি !!!!!ভালো মানুষ হয়ে গেলি কবে থেকে



অামি অাগে থেকেই ভালো মানুষ।তোর কনসেপশনে ভুল অাছে। মানে টাকাটাই দিছিলি না পাওয়ার নিয়্যতে।থাক অার নিতে হবে না।



দোস্ত দে দে।তুই অাগে থেকেই ভালো মানুষ!!!!!



বানী:টাকা সেধে দিতে গেলেনতো ধরা খেলেন।



ঘটনাগুলো সচরাচরই অামাদের সাথে ঘটে থাকে।তার ছোট্ট একটা ব্রীফ মাত্র।বন্ধুদের টাকা ধার দেওয়া বোকামি না।অাপনি যেমনে ধার দিবেন ঠিক দেখবেন অন্য দিক দিয়ে সেটা কোন না কোনভাবে চরম মুহুর্তে পেয়ে যাবেন।ধার বন্ধুত্বের চরমতর বহিঃপ্রকাশ।



বি:দ্র: ঘটনা অার ব্যবহৃত নাম গুলো কাল্পনিক।কারো সাথে মিলে গেলে কর্তপক্ষ দায়ী নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.