![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"নিশি রাইতে অাইসো ফুলবনে রে বন্ধুয়া।নিশি রাইতে অাইসো ফুলো বনে।"
অামরা অনেক কথায় নিশিরাত শব্দটা ব্যবহার করে থাকি।অাসলে কি নিশিরাতের নিশির গল্প জানি অামরা ???
অাজ থেকে প্রায় ২০০ বছর অাগের কথা।বাংলাদেশের কোন এক গ্রামে নিশি নামের একটি মেয়ে জন্মেছিল।
সে সময় ঐ এলাকায় শাসন করত রাজা রাজ নারায়ন।
নিশি যতই বড় হতে থাকলো তার রুপ,গুন,সৌন্দর্যের ঝলক চারদিকে ছড়িয়ে পড়তে থাকলো।
এক সময় সে এলাকার বেশির ভাগ ছেলে, বুড়ো বিবাহিতরা পযন্ত তার রুপে পাগল হয়ে বিয়ের প্রস্তাব দেওয়া শুরু করলো।
সে এলাকারই এক ছেলের সাথে প্রনয় গড়ে ওঠে নিশির।
কিন্তুু সে প্রনয় বেশিদিন টিকলো।রাজা রাজ নারায়ন তাকে বিয়ের প্রস্তাব দেন।
কিন্তুু নিশি কিছুতেই প্রস্তাবে রাজী ছিল না।এক সময় নিশি তার প্রেমিককে নিয়ে সেই রাজ্য থেকে পালিয়ে যাওয়ার সিন্ধান্ত নেয়।
পথিমধ্যে ধরা খায় নিশি অার তার প্রমিক।সেদিন রাতেই গ্রামের সকলের সামনেই নিশি তার প্রেমিক ও তাদের পালিয়ে যেতে সাহায্যকারীকে, সবার সামনে গলাকেটে হত্যা করা হয়।
অনেকের কাছেই সাহায্য চায় নিশি।কিন্তুু সেদিন রাজা রাজ নারায়নের ভয়ে নিশিকে কেউ সাহায্য করেনি।সেদিন দিনটাতে নেমে এসেছিল শোকের ছায়া।অার তাই দিনটার নামকরন করা হয় শনিবার হিসেবে।
#নিশির_মৃত্যুর_পর_শুরু_হয়_অাসল_কাহিনী....
যে সময় নিশি পালিয়েছিল।একজাক্ট সে সময়ই বিভিন্ন বাড়ীতে গীয়ে নিশি ডাক দিত।শুধু তিনবার ডাক দিত।অার বলতো অামাদের একটু সাহায্য করুন।
যারা নিশির ডাকে সাড়া দিয়ে বের হত তাদেরকে নিশি ধরে সাথে সাথে মেরে ফেলতো।
সে সময় কেউ যাতাযাত করলেও নিশির তিনটি ডাক ভেসে অাসতো।তারপর মেরে ফেলতো।
এর পর থেকে রাতে কেউ তিনবার ডাকলে দরজা খুলতো না।অার নিশিকে যে সমময় মারা হয়েছিল সে সময় কেউ বাইরে রের হত না।ঐ সময়কে নিশির রাত হিসেবে ঘোষনা করা হয়।
রাতে পরিচিত মানুষ হলে তাকে তিনবারের বেশি ডাকদিয়ে কনফ্রাম করতে হত।সে নিশি না।
এখনো গ্রামে কিংবা অনেক জায়গায়তে রাতে ডাকাডাকি করলে কেউ বের হয় না।কিন্তুু তিনবারের বেশি ডাকলে দরজা খোলে লোক বের হয়।
কিংবা এসময় বাইরে যেতে নিষেধ করা হয়।নিশি রাতে বাইরে যেও না।অাসলে অামরা জানিই না ঐ নিশির জন্য বলা হয়।
ধরনা করা হয়,নিশি ওর প্রেমিক অার সাহায্যকারীসহ তিনজনকে মারা হয়েছিল সেদিন তাই নিশি তিনটি ডাক দেয়।অার সে সময়কার রাত যখন নিশিকে মারা হয়েছিল, তখন সময় ছিল অানুমানিক রাত ৩ টা।
এইতো সেদিন রাত তিনটায় অামাকে ডাক দিল
এফ রাব্বী!এফ রাব্বী!!এফ রাব্বী!!!
বাইরে বের হলাম কেউ নেই।তাহলে কি নিশি এসেছিল!!!!!
অামাকে ডাকের কারন নিয়ে ঘাটাঘাটি করতেই নিশির বাংলা মিথোলজী বের হয়ে অাসলো।অাসলে অামরা শুধু গ্রীক মিথোলজী নিয়েই মাতামাতি করি কিন্তুু বাংলাতেও অনেক সুন্দর সুন্দর মিথোলজী প্রচলিত অাছে।
©somewhere in net ltd.