নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গন্তব্যহীন সোশিওপ্যাথের পরিচয় দিয়ে কি হবে?

মিস্টার ব্যাকবেঞ্চার

আইম ব্যাড এন্ড দ্যাটস গুড

মিস্টার ব্যাকবেঞ্চার › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ -২

০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৩

Movie: The Imitation Game
Director: Morten Tyldum
Star Artist: Benedict Cumberbatch

সংকেত ভেঙে ভেঙে গোপন তথ্য উদ্ধার করতে হবে? শার্লক হোমস ছাড়া এই কাজ ভালো আর কে জানে, বলুন। কাজটা তাই একালের শার্লক বেনেডিক্ট কাম্বারব্যাচই করলেন। তবে শার্লক নয়, অ্যালান টিউরিংয়ের ভূমিকায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার বাহিনীর অনেক গোপন সংকেত থেকে তথ্য উদ্ধার করে মিত্রবাহিনীকে যুদ্ধজয়ে বিশাল ভূমিকা রাখা গণিতবিদ, যুক্তিবিদ, সংকেত উদ্ধারকারী ও কম্পিউটার বিজ্ঞানী টিউরিংয়ের জীবনী অবলম্বনে নির্মিত ছবি ইমিটেশন গেম। এলেন টিউরিং কিংস কলেজের গনিতের প্রফেসর যে কিনা জার্মান নাৎসি বাহিনীর গোপন বার্তা পদ্ধতি #এনিগমা উদঘাটন করার জন্য ব্রিটিশ আর্মড ফোর্স দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। ট্যুরিং এই রহস্যের সমাধান করতে গিয়ে পাল্টা এমন একটা মেশিন আবিষ্কার করেন, যেটা পৃথিবীর যেকোন কোড সমাধান করতে পারবে। এবং দিনের পর দিন ধরে জার্মানদেরকে ধোঁকা দিয়ে তাদের ম্যাসেজগুলোর অর্থ উদ্ধার করে মিত্রবাহিনীকে সাহায্য করে আসছিল ট্যুরিং এর এই মেশিন। ধারণা করা হয় তাঁর এই মেশিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপ্তিকাল প্রায় দুই বছরের মতো কমিয়ে এনেছিল এবং প্রায় ১৪ মিলিয়ন মানুষের জীবন বাঁচিয়েছিল।
সত্য ঘটনা অবলম্বনে অ্যালান ট্যুরিং এর জীবনীভিত্তিক এই মুভিটার নাম দ্যা ইমিটেশন গেম। অসাধারণ একটা বায়োগ্রাফিকাল থ্রিলার। হ্যাঁ, এটা শুধু বায়োগ্রাফিই না, অসাধারণ একটা থ্রিলারও বটে! অনেক দিন পরে এমন একটা মুভি এসেছে বলে মনে করছেন অনেকে।
মুভিটা বারবার আরেক গণিতবিদের উপর নির্মিত রন হাওয়ার্ডের এ বিউটিফুল মাইন্ড মুভিটার কথা মনে করিয়ে দিবে সকলকে। বেস্ট পিকচার সহ আটটি ক্যাটাগরিতে অস্কার নমিনেশন পাওয়া এই মুভিটা বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রীনপ্লে ক্যাটাগরি অস্কার জিতেছে।ব্রিটিশ গণিতবিদ অ্যালান ট্যুরিংকে বলা হয় আধুনিক কম্পিউটার সায়েন্সের জনক।তার তৈরি করা ট্যুরিং মেশিনকে বলা হয় আধুনিক কম্পিউটারগুলোর পথিকৃত, যার কাজ ছিল মূলত সাংকেতিকভাষার মর্ম উদ্ধার করা। ট্যুরিং ছিলেন মূলত একজন অসামাজিক, নিঃসঙ্গ গণিতবিদ, যিনি ছিলেন ডিসাইফার/কোড ব্রেকিং এ এক্সপার্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানরা তাদের গোপনীয় বার্তাগুলো প্রেরণ করার জন্য এনিগমা নামে একটা মেশিন আবিষ্কার করেছিল, যেটাকে ডিসাইফার করা অসম্ভব বলে মনে করা হতো। সেই সময় ট্যুরিংকে ব্রিটিশ সরকার দায়িত্ব দেয় এই রহস্য সমাধান করার।
মুভিতে অভিনয় করেছেন বিবিসসির বিখ্যাত সিরিয়াল "শার্লক" খ্যাত বেনেডিক্ট কাম্বারব্যাচ এবং কীরা নাইটলি। বেনেডিক্ট এই মুভিতে খুব চমৎকার অভিনয় করেছেন। কীরা নাইটলি সুন্দরী হলেও তার অভিনয় খুব একটা ভালো হয় না। কিন্তু এই মুভিতে তার অভিনয়ও দারুণ হয়েছে বলছেন মুভি বিশ্লেষকরা।
এই মুহূর্তে মুভিটার আইএমডিটি রেটিং ৮.২, টপলিস্টে অবস্থান ১৯৯ এ। গত বছরের সেরা মুভির নাম বলতে বললে সম্ভবত সকলে এটার নামই বলবে।পরিশেষে মুভিটির এই কথাই বলব, "Sometimes it is the people who no one imagines anything of who do the things that no one can imagine!"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.