নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গন্তব্যহীন সোশিওপ্যাথের পরিচয় দিয়ে কি হবে?

মিস্টার ব্যাকবেঞ্চার

আইম ব্যাড এন্ড দ্যাটস গুড

মিস্টার ব্যাকবেঞ্চার › বিস্তারিত পোস্টঃ

আমি মানব পাচারকারী বলছি!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪

বাংলাদেশকে এখন বলা হয় যৌবনে আচ্ছন্ন একটি দেশ…
দেশের প্রায় ৪৪.৯০% মানুষই যুবক কিংবা যুবতী, এবং এই যুবরা প্রতিনিয়তই দেশের জন্য কাজ করে যাচ্ছে.. সেটা সিভিস সার্ভিসই হোক কিংবা খেলাধুলা।
এই যুবদের একটি বিশাল অংশ দেশ গড়ার জন্য নির্স্বার্থাভাবে কাজ করে যাচ্ছে যা আপনি কোনভাবেই অস্বীকার করতে পারবেন না। তাদেরকে স্বেচ্ছাসেবক বলা হলেও লোকে তাদের পাগল, আকামা, ক্র‍্যাকড, অকাজের ঢেকি বা আতেল বলে জানতো।
আজকাল অবশ্য তাদেরকে মানব পাচারকারী হিসেবেও খেতাব দেয়া হচ্ছে! আশ্চর্য হইনি মোটেও....
সাধারন একটা ফান্ডরাইজ করতে গেলে যেখানে চাঁদাবাজ বলে গালি শুনতে হয় যেকোন উচ্চপদস্থ ব্যাক্তির কাছে সেখানে একটা গরিব বাচ্চাদের স্কুলকে মানবপাচারের স্টেশন বলা স্বাভাবিক নয় কি??
কাল হয়ত শুনবো সেই আরিয়ান আরিফ ও জাকিয়ারা স্বীকারোক্তিমুলক জবানবন্দিও দিয়েছে তবুও আশ্চর্য হবো না কারন এটা বাংলাদেশ...
এখানে ভালো মানুষের দাম নাই, শুধু আছে চোর ডাকাতদের...
একদিকে যেখানে দেশের এক বিশাল পাগল জনগোষ্ঠী দেশটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবার চেষ্টায় করছে অন্যদিকে একদল মানুষিক বিকারগ্রস্ত গুটিবাজ আছে যারা দেশের অবস্থা খারাপ করার জন্য রাত দিন এক করে দিচ্ছে..
এই ছেলেমেয়েগুলা কিন্তু বড়লোক পরিবারের কেউ না, তারা আমাদের থেকেই উঠে এসেছে। গরিব বাচ্চাদের অবস্থার পরিবর্তনের জন্য গত কয়েক বছর কম খাটেনি তারা। গালি, ধমক, ক্ষুধার্ত হয়ে রাস্তায় হাটাহাটি এবং দিনশেষে বাবা মায়ের থাপ্পড় সবকিছুই আশাকরি তারা অভিজ্ঞতা হিসেবে নিয়েছে।
বিনিময়ে কি পেয়েছে যদি জিজ্ঞাসা করা হয় তবে তারা হয়তো বলবেন একগাদা হাসিমুখ পেয়েছেন যাদের জন্য তারা জীবন দিতে পারেন।
এই ঠিক এই জায়গাতেই তারা অপরাধী হন। কেন তারা এইসব কাজ কোন কারন ছাড়া করতে যাবেন??? নিশ্চয়ই কোন বদ মতলব আছে!
হতাশ হতে বাধ্য! কি করতে গেলো আর কি হয়ে গেল!?
ভালোই শিক্ষা হয়েছে তাদের, ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে তাদের কে বলসিলো??
এইবার জেলের ভাত খাও!
তাই হতাশ হতে বাধ্য ...।
তবুও আশা ছাড়তে পারিনা, কিভাবেই বা আশাহত হবো বলুন?
এইসব দেখে যে শুধু হতাশা হয় তা নয়, অবশ্য আশার আলোটারও ছিটেফোঁটা দেখা যায়!
কারন একটাই, ওইযে আমরা বাংলাদেশী!
দুনিয়ার সবচেয়ে উদ্ভট জাতি যারা হাজার শোকের
মাঝেও অবিরাম শান্তি খুঁজে পায়...
কবি সুকান্ত যাদের দেখে বলেছিলেন,
"সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী
অবাক তাকিয়ে রয়,
জ্বলে পুড়ে-মরে ছারখার
তবু মাথা নোয়াবার নয়!"
তাই আশা ছাড়িনি, ছাড়বোও না...
আমি ওই মানব পাচারকারীদের জন্য দোয়া করছি যাতে তারা খুব দ্রুতই এই ঝামেলা থেকে মুক্তি পায় এবং এই শোককে শক্তিতে পরিণত করে আবারো দেশগড়ার কাজে ঝাঁপিয়ে পড়ে!
আর তারা যেহেতু মানব পাচারকারী, আমিও মানব পাচারকারী!
পারলে ঠেকান !!!!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

ঘুড্ডির পাইলট বলেছেন:


যদি পথে ঘাটে ঘুরে বেড়ানো অসহায় শিশুদের মুখে খাবার তুলে দেয়া অপরাধ হয় !
যদি অনাথ শিশুদের বাসস্থান দেয়া অপরাধ হয় !
যদি ছিন্নমুল শিশুদের লেখা পড়া করানো অপরাধ হয় !
তবে আমি সেই অপরাধে অপরাধী , আমিই আরিয়ান আমাকে হাতকড়া পরাও !
বাংলার বুকে এমন লক্ষ্য লক্ষ্য আরিয়ানের জন্ম হোক , পুরো দেশটা এমন অপরাধীতে ভরে যাক !

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫

মিস্টার ব্যাকবেঞ্চার বলেছেন: সহমত!

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

দুর্দান্ত কাফেলা বলেছেন: "সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী
অবাক তাকিয়ে রয়,
জ্বলে পুড়ে-মরে ছারখার
তবু মাথা নোয়াবার নয়!"

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮

মিস্টার ব্যাকবেঞ্চার বলেছেন: ! :)

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

মোহাম্মদ জামিল বলেছেন: সত্যর জয় হবেই....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.