নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েটিশিয়ানের ডায়েরি থেকে....

ডোরা রহমান

ডোরা রহমান › বিস্তারিত পোস্টঃ

weight gain tips:খুব সহজেই ৫০০ ক্যালরী যোগ করুন খাবারে

৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৫

যারা কম ওজনের সমস্যায় ভুগে থাকেন তাদের সাধারনত খাবারের প্রতি অনীহা থাকে।ক্ষুধামন্দায় ভোগেন, একবারে বেশি পরিমানে খেতে পারেন না।
ওজন বাড়াতে হলে খুব ধীরে ধীরে খাবারের পরিমান বাড়াতে হবে।বলা হয়ে থাকে দৈনিক অতিরিক্ত ৫০০ ক্যালরী নিয়মিত খাবারের সাথে যোগ করা উচিত যদি ওজন বাড়াতে চান।
তো দেখা যাক কোন খাবার থেকে আমরা ৫০০ ক্যালরী সহজেই পেতে পারি:

১. আটটি বিস্কুট/ ক্রাকারর্স ৩০গ্রাম চিজের সাথে
২. এক কাপ আইস ক্রিম
৩.এক গ্লাস ফুল ক্রিম দুধ সাথে হররিক্স বা ওভালটিন + ২চা চামচ চিনি এবং ২ টা বিস্কুট
৪. ২৫০ মিলি ফলের রস + ৪০ গ্রাম চিনাবাদাম + ৪০ গ্রাম কিশমিশ
৫. ২৫০ মিলি ফুল ক্রিম দুধের সাথে ২টা 2 Energy bar
৬.২৫০ মিলি ফুল ক্রিম দুধ+২ টি পাকা কলা+ ২ চা চামচ চিনি+ ৩০গ্রাম ফুল ক্রিম মিল্ক পাউডার
৭. এক স্লাইস চিজ/ চকোলেট কেক + ২০০ মিলি ফুল ক্রিম দুধ

অনেক ঘুলো অপসন তো জানা গেল, আশা করি এবার পরিমানে অল্প খেয়েও ওজন বাড়াতে পারবেন।

plz join Dietitian's diary's FB page n stay connected.
dietitian's diary

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩

আবু শাকিল বলেছেন: ভাল পোষ্ট :)

৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

ডোরা রহমান বলেছেন: ধন্যবাদ :)

২| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬

ইভেন বলেছেন: কত টাকা খরচ হবে প্রতিদিন?

৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

ডোরা রহমান বলেছেন: প্রতিদিন সব গুলো অপসন খাবার মেনুতে রাখতে হবে তা কিন্তু নয়। আপনার পছন্দ আর সার্মথ্য অনুযায়ী যেকোন ২ টি অপসন বেছে নিতে পারেন।

ভাল থাকবেন।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৬

নীল আকাশ ২০১৪ বলেছেন: ওজন কমানের কিছু টিপস দেন।

৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১২

ডোরা রহমান বলেছেন: ওজন কমানোর উপর অনেক অনেক পোষ্ট আছে আমার ব্লগে।
আশা করি কষ্ট করে দেখে নিবেন।
তারপরও কিছু জানার থাকলে ফেবু পেজে (পেজের লিন্ক দেয়া আছে) ম্যাসেজ দিতে পারেন বা মেইল করতে পারেন ।
[email protected]

ধন্যবাদ :)

৪| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

তুষার কাব্য বলেছেন: সবাই তো কমানোর চিন্তায় অস্থির...বাড়ানোর মত কাউকে আশেপাশে পাইনি... :D
ভালো পোস্টে ++++

০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৫

ডোরা রহমান বলেছেন: ওজন বাড়ানো আর কমানো ২টাই বড় সমস্যা।
ধন্যবাদ,
ভাল থাকবেন।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩১

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর পোষ্ট ।

০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩

ডোরা রহমান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৩

অনিক০০৭ বলেছেন: ভাই ওজন কমাতে পারছি না কোনভাবেই। হিংসা হ্য় তাদের, যাদের ওজন বাড়ে না।

০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৪

ডোরা রহমান বলেছেন: কোন ভাবেই ওজন কমাতে পারছেন না?সত্যি? কি কি পদক্ষেপ নিয়েছেন ওজন কমানোর জন্য জানাবেন। :)

যাদের ওজন বাড়ে না তারাও হয়ত আপনাকে দেখে হিংসা করছে, এটা ভেবে খুশি হন B-)

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৭

অনিক০০৭ বলেছেন: আামার খাদ্যতালিকা:
সকাল: ২টা রুটি, সব্জী, সপ্তাহে ১/২টা ডিম।
টি ব্রেক: চা, হালকা স্ন্যাকস।
দুপুর: ১টেবিল চামচ ভাত, মাছ, সব্জী,ডাল। (বেশিরভাগ দিন ভাত একেবারেই নেই না)।
বিকেল: চা, মুড়ি-চানাচুর।
রাত: ২টা রুটি, মাছ, ডাল।
বিশেষ দ্রষ্টব্য: আমার ডা্য়াবেটিস নাই। ডায়াবেটিস রুগীরাও এরচে' বেশি খায় বলে আমার ধারণা।
এক্সারসাইজ: সপ্তাহে ৪-৫ দিন ৩ কি:মি হাটা।
আমার ওজন: ১৯৩ পাউন্ড, উচ্চতা: ৫ ফুট ১০ ইন্চি।
আর কী করতে হবে জানালে খুশি হতাম।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৯

ডোরা রহমান বলেছেন: ৫'১০" উচ্চতার পুরুষের জন্য আদর্শ ওজন ৬৭-৮৩ কেজি।

ওজন কমানোর ক্ষেত্রে খাবারের পরিমানের সাথে গুনগত মানও বিবেচনা করতে হবে।

রুটি লাল আটার হওয়া বাঞ্চনীয়।
স্ন্যাক্স বলতে যদি ভাজা পোড়া বুঝিয়ে থাকেন, তবে তা বাদ দিয়ে যেকোন ফল নির্বাচন করুন।
ঘন ঘন ক্ষুধা লাগলে শশা খান
মুড়ি- চানাচুর ওজন বাড়াবে।
কিছুদিনের জন্য রাতে ডাল বাদ দিন।

স্ন্যাক্স কেমন হবে জানার জন্য নিচের পোষ্ট দেখতে পারেন

Weight loss tips:ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে Smart Snacks !!

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২০

সুমন কর বলেছেন: ভাইজান, সব ঠিক কথা। কিন্তু ঘুম না হইলে কিন্তু ওজন হব্বে না।

অামি বা অামাকে কম ট্রাই করি (করানো) নাই ।।

তুষার কাব্য, অামি অাপনি এক দলের। ;) B-)

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৩

অনিক০০৭ বলেছেন: টিপসের জন্যে ধন্যবাদ। মুড়ি-চানাচুরকে এতোদিন নিরীহ খাবার বলেই জানতাম।এটি খেলে যে ওজন বাড়তে পারে, ধারণা ছিল না, যাই হোক রাতের ডাল, আর প্রিয় মুড়ি-চানাচুরও বাদ দিচ্ছি। আপনার দেয়া স্ন্যাকস এর তালিকা থেকেই খাওয়ার চেষ্টা করব।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০১

ডোরা রহমান বলেছেন: আপডেট জানাতে ভুলবেন না :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.