![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা ওজনহীনতায় ভোগেন তারা মুলত পরিমানে বেশি খেতে পারেন না। তাই তাদের জন্য এমন খাবার নির্বাচন করতে হবে যেন অল্প খেয়েও অনেক বেশি ক্যালরি পাওয়া যাবে। এ ধরনের খাবারকে calorie dense food বলে।আজকে এধরনের কিছু খাবাররের কথা বলব।
১. বিভিন্ন ধরনের বাদাম থেকে প্রচুর ক্যালরি পাওয়া যায় ।যেমন - Peanuts-164 ক্যালরি/ আউন্স,Almonds-162ক্যালরি/ আউন্স, Cashew Nuts- 161ক্যালরি/ আউন্স,Pistachio Nuts -159ক্যালরি/ আউন্স,Walnuts -183ক্যালরি/ আউন্স।প্রতিদিন ১মুঠ পরিমান যেকোন বাদাম স্ন্যাক্স হিসেবে খেতে হবে।
২. একইভাবে বাদাম থেকে তৈরি মাখনের ক্যালরি মুল্যও অনেক বেশি। যেমন - Peanut Butter- 94 calorie/ tablespoon, Almond Butter - 98 calorie/tablespoon। সকালের নাস্তায় এধরনের মাখন রাখুন।
৩. চীজ বা পনির থেকেও ভালো পরিমান ক্যালরি পাওয়া যায়। ১ সার্ভিং cheddar cheese থেকে 69 calorie পাওয়া যাবে।
৪.বিভিন্ন রকমের ফলের রস পান করতে পারেন । কারন ফলের রসে প্যচুর চিনি থাকে, সুতরাং সহজেই অনেক ক্যালরি পাওয়া যায়।যেমন- হাফ কাপ আঙ্গুরের রসে -76 ক্যালরি, হাফ কাপ জামের রসে 91 ক্যালরি আছে। খেতে পারেন আমের জুস, কমলার জুস। রোজ ১-২ গ্লাস খাওয়া যেতে পারে।
৫. বিভিন্ন শুকনো ফলে প্রচুর ক্যালরি আছে। যেসন- কিছমিছ, খেজুর । ক্যালরির সাথে অন্য পুষ্টি উপাদানও পাওয়া যাবে এগুলো থেকে।
৬. একটি বড় আকারের কলা থেকে 100 ক্যালরি পর্যন্ত পাওয়্ যেতে পারে।
৭. বিভিন্ন রকমের স্মুদি রাখুন মেনুতে। যেমন - chocolate -peanut butter smoothie থেকে 1070 ক্যালরি/সার্ভিং পাওয়া যায়।
৮. ডার্ক চকোলেট খেতে পারেন মাঝেমাঝে। 100 গ্রাম ডার্ক চকোলেট থেকে 598 ক্যালরি পাওয়া যায়।
প্রতিদিনের খাবার তালিকায় অন্যান্য খাবারের সাথে এসব খাবার যোগ করুন। ওজন বাড়ানো সহজ হবে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫
ডোরা রহমান বলেছেন: আলু তো প্রচুর কাবর্হাইড্রেট এবং complex sugar এর উৎস। দ্রুত ও স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়ানো জন্য আলু গ্রীল বা বেক করে খেতে পারেন।
ধন্যবাদ।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৮
সুমন কর বলেছেন: আমার'তো ওজন হয়ই না !!!! ঘুম নাই তাই, সব চেষ্টা বিফল।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮
ডোরা রহমান বলেছেন: পযর্াপ্ত ঘুম দরকার ওজন বাড়ানো জন্য। সাথে কিছু free hand Exercise করুন।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৯
নিয়েল হিমু বলেছেন: সত্যিই উপকারি পোষ্ট । কৃতজ্ঞতা
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫
ডোরা রহমান বলেছেন: অনেক ধন্যবাদ ।ভালো থাকবেন।
৪| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৩
মুর্তজা হাসান খালিদ বলেছেন: ডার্ক চকোলেট যেটাই কিনতে চাই, তাতে দেখি এডেড সুগার থাকে
সুগার ফ্রী চকোলেট পাবো কই?
২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৭
ডোরা রহমান বলেছেন: গুলশান ডিসিসি মার্কেটে বিভিন্ন ধরনের পাবেন।
৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৮
নতুন বলেছেন: এই সব খাবার বাদ দিয়ে দিতে হবে।
ওজন কমাইতে হবে।
০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:০১
ডোরা রহমান বলেছেন: অনেকটা সেরকমই
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২২
অজানিতা বলেছেন: এইগুলোই আমার বেশী করে খেতে হবে। পোস্টের জন্য ধন্যবাদ আপু।
৭| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৬
বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৬
কালীদাস বলেছেন: সর্বনাশ! ডার্ক চকলেট খুবই পছন্দ করতাম, এড়িয়ে চলতে হবে

ইয়ে, আলুর উপরে কিছু নাই