![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে করুন, নাবালক দুইটা ছেলে এবং মেয়ে সম্মতিতে কোন নগ্ন ছবি তুললো এবং সেটি সেই ছবিটি মজা করে ছেলেটির মোবাইলে ধারণ করলো । কিছুদিন পর ছেলেটির মোবাইলে থাকা ঐ ছবিটি ছেলেটির অন্য কোন বন্ধু ছেলেটির অজান্তে নিজের মোবাইলে নিয়ে নিলো । এবং ছেলেটির বন্ধু ঐ ছবিগুলো এলাকায় ছড়িয়ে দিলো ।
.
.
এর পরিপ্রেক্ষিতে সমাজে ঐ ভিকটিম ছেলে ও মেয়েটি লোকজনের সমালোচনায় টিকে থাকাটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে । মেয়েটির স্কুলে যাওয়া বন্ধ হলো । পরবর্তীতে মেয়ের পরিবার ছেলের পরিবারকে মামলা দেয়ার ভয় দেখায় এবং এলাকার সালিশের মাধ্যমে ছেলেটিকে শারীরিক শাস্তি প্রদান করে । কিন্তু মেয়েটিকে কোনরূপ শাস্তি দেয়া হয়না । যদিও অপরাধ দুজনের সমান । ছেলেটার অপরাধ এটুকুই বেশি যে, তার অজান্তে ঐ ছবিগুলো অন্য কেউ নিয়ে নেয় এবং তা প্রচার করে ।
.
.
এখন, ছেলেটিকে স্থানীয় সালিশের মাধ্যমে শাস্তি দেয়ার পরও মেয়ের পরিবার ছেলের পরিবারকে হুমকি দিচ্ছে যদি ঐ ছবিগুলো আবারো এলাকায় প্রকাশ পায় তাহলে তাঁরা ছেলের বিরুদ্ধে মামলা করবে ।
.
.
এখন প্রশ্ন হলো, এক্ষেত্রে মেয়ের পরিবার ছেলের বিপক্ষে কেমন মামলা করতে পারে?
মানে এতে মেয়ের পরিবার মামলা করতে পারবে কিনা ?
আর মামলা করলেও কোন ধরনের মামলা করবে?
আর ছেলের পরিবারের এই থেকে মুক্তির উপায় কি?
.
.
এক্ষেত্রে উল্লেখ্য যে,
১। ছেলেমেয়ে দুজনই নাবালক ।
২। মেয়ের পরিবারের আইনগত ও আর্থিক পাওয়ার বেশি ।
৩। আর ঐ ছবিটা কিন্তু ছেলেমেয়ে দুজনের সম্মতিতে তোলা হয়েছিলো ।
.
.
সামুতে এই ব্যাপারে উত্তর পাবো বলে আশা করি । কেউ আইনজীবী থাকলে একটু ডিটেইলসে জানাবেন । অথবা এই ব্যাপারে জানে আপনার এমন পরিচিত কেউ থাকলে তার দৃষ্টি আকর্ষণ করাবেন এই লেখাটি । সবার সাহায্যপ্রার্থী । কারণ ছেলের পরিবারটি ভীষণ দুর্দিনে আছে এই ব্যাপারে ।
২| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৭
মঙ্গলগ্রহের মুক্তিযোদ্ধা বলেছেন: আসলে স্পেসেপিক তথ্য চাচ্ছিলাম । সরাসরি আইনজীবীদের সাথে কথা বলা সম্ভব হচ্ছেনা বলেই সামুতে বললাম । আপনাকে ধন্যবাদ ।
৩| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৪
বিজন রয় বলেছেন: আইনের কথা জানিনা।
তবে সাধারণ দৃষ্টিতে অপরাধ।
৪| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৬
মঙ্গলগ্রহের মুক্তিযোদ্ধা বলেছেন: তাতো জানা কথা । আইনের ব্যাপারটাই জানা প্রয়োজন । ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৬ ভোর ৫:১৮
রিফাত হোসেন বলেছেন: যে শাস্তি ই হোক ২ জন ই পাওয়ার কথা। কিশোর সংশোধানালয় এ পাঠান হতে পারে, এমন টি ঘটে। ডিজিটাল অসামাজিক আইন কি বলে জানি না
।
উকিলের সাথে কথা বলেন ভাল হনে।
উভয়েই দোষী হবে যদি না মেয়ে পক্ষ ছেলেকে এককভাবে দায়ী করে কোর্টে যে জোড় করে,প্রলুব্ধ,প্রলোভন,মিথ্যা আশ্রয়, লুকিয়ে করেছে।
আমি টিভি সিনেমার,পত্রিকার উপাত্ত বললাম। আমি কোন উকিল নই।