নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কথা থেকে যায় পাতাতে, কিছু কথা রয়ে যায় মনেতে, লাভ কি বলো সব জানাতে ?

ফ্রেটবোর্ড

ফ্রেটবোর্ড › বিস্তারিত পোস্টঃ

শাস্ত্রীয় সঙ্গীতের নক্ষত্র উস্তাদ রশিদ খান আপনার প্রতি শ্রদ্ধা

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩০



২০০৭ সালে অপরিচিত শিল্পীর কন্ঠে একটি গান শুনে আমি বিমোহিত হয়ে যাই। যাঁর কন্ঠে ছিল অসম্ভব মাদকতা। সেই কন্ঠের গান অটো-প্লে দিয়ে কতবার যে শুনেছি তার হিসাব নেই, কিন্তু শোনার তৃষা মেটে না।

বলছিলাম উস্তাদ রশিদ খান এর কথা। উনি ১৯৬৮ সালের ১ জুলাই মাসে ভারতের উত্তর প্রদেশের বুদাউনের সহসওয়ানে সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে কঠোর নিয়মানুবর্তীর মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতে সাধনা শুরু করেন। তিনি যখন শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন সেসময় তৎকালীন পণ্ডিত ভীমসেন জোশী মন্তব্য করেছিলেন যে, রশিদ খান হলেন "ভারতীয় কণ্ঠ সঙ্গীতের ভবিষ্যতের নিশ্চয়তা" ।



উস্তাদ রশিদ খান শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী হলেও বিভিন্ন মুভিতেও গান করেছেন। গুণী এই ওস্তাদ বিভিন্ন পুরষ্কারের পাশাপাশি ভারতের সবচেয়ে সম্মানীয় পদক “পদ্মশ্রী” (২০০৬) এবং “পদ্মভূষণ” (২০২২) অর্জন করেছিলেন।



আমার প্রিয় শিল্পীর কন্ঠে নতুন করে আর কোন গানের সুর ফুটবে না। প্রস্টেট ক্যানসারের চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ৯ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার বেলা ৩টা ৪৫ মিনিটে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


সূত্র-১
সূত্র-২

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৭

শেরজা তপন বলেছেন: আমার প্রিয় একজন শিল্পীর প্রয়ানে মর্মাহত! ওপারে ভাল থাকুন প্রিয় শিল্পী।

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৫

ফ্রেটবোর্ড বলেছেন: গতকাল প্রথম যখন তাঁর ছবি দেখলাম ভেবেছিলাম হয়তো অন্য কোন খবর কিন্তু শেষ পর্যন্ত সেই খবরটিই সত্য হলো।
আপনাকে ধন্যবাদ।

২| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওস্তাদ রশিদ খানের কোনো গান আগে শুনেছি কিনা, মনে নেই। এ পোস্টে শেয়ার করা গান দুটি শুনলাম। অসাধারণ।

তার মৃত্যুর খবর শুনলাম অন্য এক শিল্পীর স্টেটাসে, গতকাল বা পরশু হবে।

তার আত্মার রুহের মাগফেরাত কামনা করছি।

পোস্টের জন্য ধন্যবাদ।

১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৪

ফ্রেটবোর্ড বলেছেন: পোস্টে দেয়া গান দুটো সাধারণ শ্রোতার মধ্যে বেশী প্রচার পেয়েছে। মূলতঃ উনি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এবং এই ধারায় প্রচুর গান (উচ্চাঙ্গ সঙ্গীত) রয়েছে।
ধন্যবাদ আপনাকে।

৩| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আমার মুবাইল থেকে গান গুলো শুনতে পারছিনা। সাউন্ড নেই।

১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৫

ফ্রেটবোর্ড বলেছেন: ইউটিউবে নাম লিখে সার্চ দিয়ে শুনতে পারেন।
প্রথম গানটা Jab We Met সিনেমা আর গানের টাইটেল Aaoge Jab Tum
২য় গানটা উস্তাদ বড়ে গোলাম আলীর, টাইটেল Yaad Piya Ki Aaye
ধন্যবাদ।

৪| ১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৩৬

আঁধারের যুবরাজ বলেছেন: অনেক দিন যাবেন অসুস্থ ছিলেন। প্রথম আলোতে উনার খবর পরে অনুমান করেছিলাম যে উনি চলে যাবেন।

১১ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২২

ফ্রেটবোর্ড বলেছেন: আমি কিছুদিন আগে অসুস্থতার কথা জেনেছিলাম, এত তাড়াতাড়ি চলে যাবেন ভাবিনি।
ধন্যবাদ।

৫| ১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:০৮

আঁধারের যুবরাজ বলেছেন: @টাইপো পড়ে

৬| ১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:২৯

ইফতেখার ভূইয়া বলেছেন: উস্তাদের শারীরিক বিষয় নিয়ে খোঁজ-খবর রাখছিলাম। খারাপ কিছু হওয়ার শঙ্কাই করছিলাম, আর সেটাই সত্য হলো। তার অকাল প্রয়াণে আমি অত্যন্ত মর্মাহত এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

তিনি নিঃসন্দেহে ভারতবর্ষের অন্যতম প্রতিভাধর সঙ্গীত ব্যক্তিত্ব ছিলেন এখন খুব সম্ভবত থাকবেন আরো বহুদিন। ২০২১ সালের মাঝামাঝি উস্তাদকে নিয়ে ছোট্ট একটা লিখা লিখেছিলাম। এত বড় মাপের মানুষ নিয়ে খুব বেশী বলা আমার শোভা পায় না তাই অনেকটা অনিচ্ছাকৃতভাবেই লিখাটা ছোট রেখেছিলাম। ব্যক্তিগতভাবে আমার ভীষণ প্রিয় এই মহান সঙ্গীতজ্ঞের প্রয়াণে ভারত সম্ভবত তার এক সম্ভাব্য "ভারত রত্ম" সন্তানকে হারালো। তার আত্মার মাগফেরাত কামনা করছি।

১১ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৩

ফ্রেটবোর্ড বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। উস্তাদকে নিয়ে আপনার লেখা আমি সেসময়ই পড়েছিলাম। শ্রদ্ধা জানিয়ে আপনি লেখাটাকে রিপোস্ট করতে পারেন। তাছাড়া যেহেতু ২১ সালে লিখেছিলেন তাই আপনার লেখাতে শুধু পদ্মশ্রী পদক পর্যন্ত রয়েছে এখন রিপোস্ট করলে লেখাটা আপডেট হয়ে পদ্মভূষণ প্রাপ্তি যোগ হতো।

৭| ১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৫

বিজন রয় বলেছেন: দুঃখজনক।
তার শূন্যস্থান পূরণ হবার নয়।

এই পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ।

১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৭

ফ্রেটবোর্ড বলেছেন: অনেক পছন্দের একজন ছিলেন।
আপনাকে ধন্যবাদ।

৮| ১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পোষ্টের জন্য।

১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১০

ফ্রেটবোর্ড বলেছেন: ওয়েলকাম।

৯| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৪৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: একজন গুণী শিল্পী তাড়াতাড়ি হারিয়ে গেলেন।

১৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪০

ফ্রেটবোর্ড বলেছেন: আপনার কথায় সহমত।
ধন্যবাদ।

১০| ১৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৫

সাহাদাত উদরাজী বলেছেন: মুক্ত মনের মানুষ ছিলেন, খালি গলায় চমৎকার। তার হাতের যন্ত্রটার নাম জানি না, তবে এটা ত্নি নিয়মিত হাতে রাখতেন।

১৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪১

ফ্রেটবোর্ড বলেছেন:
যন্ত্রটার নাম স্বর-মন্ডল (Swar-Manda), অনেকে আবার ইন্ডিয়ান হার্প বলে থাকে। আকার ভেদে ২১ তার থেকে ৩৬ তার বিশিষ্ট হয়ে থাকে।
ধন্যবাদ।

সূত্র

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.