| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবাধ্য ভ্রূকুঞ্চন
উষার দুয়ারে হানি' আঘাত আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাব তিমির রাত, বাধার বিন্ধ্যাচল।
সেই ১৯৯৫। চাকুরীর সুবাদে ঢাকায় আসা। প্রথমে থেকেছি গুলশান নতুন বাজারে। তবে স্থায়ীত্ব অনেক কম। পরে মিরপুর-১১ তারপর মিরপুর-১০। তার পর বিয়ে এবং নতুন বউকে রেখে কমলাপুরে। সেই সময়কার কথাই বলছি যখন প্রায় প্রতি সপ্তাহেই বাড়ী যেতাম। কোন সপ্তাহ মিস করলে পরের সপ্তাহে আর কোন কথাই নেই। শুক্র শনি দুই দিন বন্ধ। মঙ্গল অথবা বুধ বারে টিকিট করে রাখতাম। বৃহস্পতিবারে অফিস করেই দে ছুট।
তবে কখন রওনা দিচ্ছি, কোথায় আছি তা জানানো তাগিদ অনুভব করতানা। আব্বা মা খোঁজ নিতেন। অনেক সময় হয়ত বাসে ঘমিয়ে পড়েছি আব্বা রিং করেছেন, আমি টের পাইনি ফলে ফোন আর রিসিভ করা হয়নি। ২৫০/৩০০ কিলোমিটারের পথ। আব্বা বার বার খোঁজ নিয়েছেন। অনেক সময় আমি বিরক্ত বোধ করেছি। হয়তো জীবন সংগীনি দু-এক বার ফোন করে ঘুমিয়ে পড়ত।
আড়াইটে তিনটে বেজে গেছে বাড়ী পৌছিতে পৌছিতে। গিয়ে দেখি আব্বা আম্মা গল্প করছেন, জেগে আছেন আমার পৌছার অপেক্ষায় কখন আমি বাড়ী পৌছিব।
আমি বিরক্তির সুরে তাদেরকে বলতাম - আপনারা জেগে আছেন কেন? এই ভেবে বলতাম যে তারা জেগে থেকে কষ্ট পাচ্ছেন। তখন আব্বা আম্মা একই সুরে বলে উঠতেন-না বাবা এমনি জেগে আছি। আমি বুঝতাম না বা বোঝার চেষ্টাও করতাম না তাদের অনুভ’তির কথা।
শনিবার রাত্রে যখন আবার ঢাকায় ফিরে আসতাম তখন তারা মাথায় হাত বুলে দোয়া করতেন যাতে আমি ঢাকায় ভালভাবে পৌছিতে পারি। আর আব্বা আমাকে শিখিয়ে দিতেন বিভিন্ন দো’আ দর–দ যাতে কোন বিপদ আপদ না হয়।
আর বলতেন, বাবা যখন ছেলে মেয়ে হবে তখন বুঝবা আমরা কেন জেগে থাকি। ভাবতাম তখন আর কি বুঝবো?
এর মধ্যে অনেক সময় বয়ে গিয়াছে। এখন আমার দু’টি সšতান। একটি ছেলে ও একটি মেয়ে। মেয়েটি গত ১৪ জানুয়ারীতে ওর মা-র কোল আলোকিত করেছে। এখন ও একটু একটু বুঝতে শিখছে।
আমি যখন অফিস থেকে বাসায় যাই তখন ও আমার কোলে আসার জন ব্যকুল হয়ে উঠে না দেখলে বিশ্বাস করার মত নয়। আমি পাশ দিয়ে এদিক ওদিক গেলে ও আমার দিকে অপলক দৃষ্টিতে তাকেয়ে থাকে। ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। ওর নাম আমিই দিয়েছি আরিশা।
তখন আমি আরিশাকে কোলে না দিয়ে থাকতে পারিনা। কোলে নিয়ে যখন বুকে নিই তখন “সে এক অদ্ভুত ভাল লাগা।”
এখন বাবা নেই। বাড়ী গেলাম কি না কেউ খোঁজও রাখেনা। শুধুই মনে পড়ে বাবার সেই কথা - "বাবা যখন ছেলে মেয়ে হবে তখন বুঝবা আমরা কেন জেগে থাকি।"
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
হ্যাঁ ভাই বাবা-মা র চেয়ে আপন এই দুনিয়াতে কেউ নেই। আর সেই জন্যই সবারই উচিৎ বাবা-মার সেবা নিশ্চিত করা। আমরাও একসময় তাদের অবস্থায় উপনীত হ'ব।
২|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
লাবনী আক্তার বলেছেন: সন্তানের কাছে বাবা মা হচ্ছে পৃথিবীর অমূল্য সম্পদ। যা হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায়না!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: বোন লাবনী হ্যাঁ আপনি ঠিকই বলেছেন : সন্তানের কাছে বাবা মা হচ্ছে পৃথিবীর অমূল্য সম্পদ। যা হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায়না!
৩|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০
বাতায়ন এ আমরা কজন বলেছেন:
বাবা নেই .....................।
এখন আগের চেয়ে অনেক বেশিই বুঝি,
কারন এখন আমিও একজন বাবা।
বাবা,
মনে পড়ে অনেক বেশি..............
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: আসলেই।
বাবা,
মনে পড়ে অনেক বেশি .................
৪|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২
অনীনদিতা বলেছেন: বাবা-মা র চেয়ে আপন এই দুনিয়াতে কেউ নেই।
ভালোলাগা দিয়ে গেলাম![]()
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: হ্যাঁ, বাবা-মা র চেয়ে আপন এই দুনিয়াতে কেউ নেই।
ভালোলাগার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৫|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫
মাক্স বলেছেন: ++++++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৬|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭
সাদা রং- বলেছেন: আমি এখন বাবা হয়েছি, বুঝতে পারি সন্তানের জন্য কি টান।
বাবা-মা র চেয়ে আপন এই দুনিয়াতে কেউ নেই। ১০০%
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: আমি এখন বাবা হয়েছি, বুঝতে পারি সন্তানের জন্য কি টান। বাবা-মা র চেয়ে আপন এই দুনিয়াতে কেউ নেই।
সহমত।
৭|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩
টাইম পাস বলেছেন: আপনার লেখাটা সুন্দর হইছে । খোদার কসম লেখাটা পড়ে আর চোখের পানি ধরে রাখতে পারলাম না ।দেশের বাহির এ থাকি বাবা মার কথা প্রায় মনে পড়ে।তাদের জন্য কছুই করতে পারলাম না।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: আপনার মন্তব্য পড়ে আমি আবেগ আপ্লুত হয়ে পড়েছি। আপনাকে দোয়া করি যাতে আপনি ভাল থাকেন। আল্লাহ আপনার সহায় হউন।
৮|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮
একান্ত কথা বলেছেন: দারুন লাগলো লিখাটা... আমার বাবা মা ও এখন ঠিক আপনার বাবা মা র মতো আমি বাসাই যাবার আগে করে ! আমার মনে হয় সব বাবা ম্যা রাই একই রকম হয়...
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: সত্যিই সব বাবা মা-ই একই রকম হয়। সন্তানের জন্য তাদের মন কাঁদে। তারা গোপনে চোখের পানি ফেলে অথচ আমরা তার খোঁজ রাখি কয় জন।
৯|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
র্বষারানী বলেছেন: Valo laglo.
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: Bhalo lagar jonya dhonyabad. bhalo thakben.
১০|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
এম আর ইকবাল বলেছেন: বাবা নেই .....................।
এখন আগের চেয়ে অনেক বেশিই বুঝি,
বাবা কি ছিলেন ।
এখন আমিও একজন বাবা।
বাবা,তোমাকে
মনে পড়ে অনেক বেশি..............
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৬
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: বাবা নেই .....................।
এখন আগের চেয়ে অনেক বেশিই বুঝি,
বাবা কি ছিলেন ।
এখন আমিও একজন বাবা।
বাবা,তোমাকে
মনে পড়ে অনেক বেশি..............
সহমত।
১১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: আজ যেমন বেশী করে তোমাকে অনুভব করছি আগে তেমনটি হয়নি কেন বাবা? বাবা, প্রতিটিক্ষণে প্রতিটি মুহূর্ত্বে প্রতিটি স্বীদ্ধান্ত নিতে তোমাকে বরই মনে পরে বাবা। বাবা, আমার জানা মতে তুমি কোন দিন কোন মানুষের ক্ষতি হয় এমন কাজ করোনি এবং করতেও দাওনি। ইনশাঅল্লাহ তুমি ভাল থাকবে বাবা, ভাল থাকবে ... ... ... ...
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: আবেগি পোষ্ট হয়েছে। কেউ বিরক্ত হবেন না। প্লীজ।
১২|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১
নীলপথিক বলেছেন: মনে হচ্ছে আপনার ছানাকে মিস করছেন। আমিও অফিস থেকে যখন ফিরি আমার অদ্বিত বেল শুনলেই ছুটে আসে। গালে টোল ফেলে হাসি দিয়ে সুর করে ডাকেঃ বাবা---। (একটু টেনে লম্বা করেই ডাকে)
টুকটাক কথা বলা শিখছে এখন। এ মাসেই ওর দ্বিতীয় জন্মদিন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: আমি যখন অফিস থেকে বাসায় যাই তখন ও আমার কোলে আসার জন ব্যকুল হয়ে উঠে না দেখলে বিশ্বাস করার মত নয়। আমি পাশ দিয়ে এদিক ওদিক গেলে ও আমার দিকে অপলক দৃষ্টিতে তাকেয়ে থাকে। ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে।
আপনার ছানার প্রতি রইলো আমার অন্তরের অন্তর্স্থল থেকে ভালোবাসা।
১৩|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫
নীলপথিক বলেছেন: বাই দ্য ওয়ে, আপনার বাবার প্রতি শ্রদ্ধা জানাতেই ভুলে গেলাম। ছেলে-পিলে আর ভাতিজাদের অবশ্য এমন আদিখ্যেতা না করলেও চলে, তাইনা ? শ্রদ্ধা না জানালেও তারা আমাদের মনের সবচেয়ে উঁচু আসনটাতেই আসিন। আল্লাহ আপনার বাবাকে ভালো রাখুন সবসময়।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
১৪|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: হুমমমমমম..........দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝা যায় না রে ভাই.......
আমার ছেলেও একদিন বড় হবে আর আমার সাথে এমন ব্যাবহারই করবে মনে হয়......
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: হুমমমমমম..........
১৫|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
মেহেরুন বলেছেন: বাবা-মাড় মুল্য আসলেই অমুল্য। শুভকামনা আপনার বাবা-মার প্রতি।
Click This Link
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭
রোজেল০০৭ বলেছেন: আপনার বাবার প্রতি শ্রদ্ধা ।
আমি শুধু এতটুকুই বলব বাবা-মা র চেয়ে আপন এই দুনিয়াতে কেউ নেই।
পোষ্টে +