![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজ না থাকলে আর যা হয় একটা এন্ড্রয়েড মোবাইল আছে ইউজ করিনা। কারন এইটার ব্যাটারি ব্যাকাপ অনেক কম আর বাহির থেকে পাঠাইছে ব্যাটারিও পাচ্ছিনা যে চ্যাঞ্জ করব । কিন্ত এঈটার সেইরকম কনফিগারেশব আছে তাই গেইম টেইম খেইলা বা মুভি -গান শুনতে বেশ সুইট্যাবল । চিন্তা করতাছিলাম একটা আইপড কিনব এই কাজের জন্য কিন্ত হঠাত করেই আইডিয়া আসল যে এই ফোনটাই একটা মাল্টিমিডীয়া প্লেয়ার হিসেবে ইউজ করা যাক
।
তাই একটা পাওয়ার ব্যাঙ্ক বানানোর চিন্তা করতেছি। পাওয়ার ব্যাঙ্ক এর দাম যেহেতু অনেক ২-৩ হাজার ।তাই এমন একটা সিস্টেম করতে চাচ্ছি যে ৬টা নোকিয়ার ৩ পয়েন্ট ৭ ভোল্টের ব্যাটারি একসাথে ইউজ করব । এখন এমন একটা স্টেপ ডাউন কনভার্টার বা সার্কিট দরকার যেটা এই ভোল্ট ( ৬ ব্যাটারিতে প্রায় ২০-২২ ভোল্ট আসে) টা কে কনভার্ট করে ৩ পয়েন্ট ৭ ভোল্টে নামিয়ে আনবে যেটা দ্বারা মোবাইলটা চালাব। এতে করে ব্যাকাপ বেশি পাওয়া যাবে একটু হলেও ! আমার এক বন্দ্বু বলতেছে এইভাবে নাকি মোবাইল ইউজ করলে নস্ট হইয়া যাইতে পারে
এখন ভাই পরামর্শ দেন কিভাবে কি করব .।
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:২১
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: সমসস্যা ব্যাটারীর । ব্যাটারীটা খোলা ছিল চার্জ দেই নাই কইয়েক মাস এখন এমন হচ্ছে । ঐ মানের ব্যাটারী যেকোন একটা লাগালেও হয় তবে আমি চাচ্ছি হিউজ ব্যাকাপ ! যেন এট লিস্ট একদিন হার্ড-কোর রাফ ইউজ করতে পারি .। তাই ৬ টা ব্যাটারী ইউজ করতে চাই
২| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৯
হাসান কালবৈশাখী বলেছেন:
৬টা নোকিয়ার ৩.৭ ভোল্টের ব্যাটারি একসাথে ইউজ করলে ২০-২২ ভোল্ট।
মোবাইল পুড়ে ছাই হয়ে যাবে।
৬টা নোকিয়ার ৩.৭ ভোল্টের ব্যাটারি প্যারালাল কানেক্ট করে মোবাইলে সংযোগ দিলে ভোল্ট ৩.৭ ই থাকবে। সুধু এম্পিয়ার আওয়ার বাড়বে।
আবার জিগাইয়েন না প্যারালাল কানেক্সান কি? ক্লাস সেভেন এর বিজ্ঞান বই দেইখা সিরিজ ও প্যারালাল কানেক্সান তফাত পইড়া নিয়েন।
স্টেপ ডাউন কনভার্টার বা সার্কিট দরকার নাই।
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৪
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: একসাথে বলতে আমিও প্যারালাম কানেক্টের কথাই বলছিলাম। মানে এক্টার পজেটিভ এর সাথে আরেক্টার নেগেটিভ এইভাবে টোটাল ৬ টা ব্যাটারি ইউজ করব। কিন্ত এতে যে ভোল্ট ৩.৭ ই থাকবে সেটা জানলাম ! ! ভালই তো ! এম্পিয়ার আওয়ার বাড়লেই হল আমার ! এম আই রাইট ??
৩| ০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:১৪
মিনহাজুল হক শাওন বলেছেন: হাসান ভাইয়ের কথাই সত্য। প্যারালাল দিলে ১২০০ মিলিএম্প + ১২০০ মিলিএম্প মিলে ৩.৭ ভোল্ট ২৪০০ মিলিএম্প পাওয়ার হবে।
০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৭
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: ওহ তাই না! এখন বুঝলাম ব্যাপারটা ঃপি আর্টসের স্টুডেন্ট তো বিজ্ঞান সাইয়েন্স কমই জানি ঃপি
৪| ০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৬
হাসান কালবৈশাখী বলেছেন:
মানে এক্টার পজেটিভ এর সাথে আরেক্টার নেগেটিভ এইভাবে টোটাল ৬ টা ব্যাটারি ইউজ করব!
না।
এটা করলে সিরিজ কানেক্ট হয়ে ২২ ভোল্ট! মোবাইল শেষ।
পজেটিভবের সাথে পজেটিভ আর নেগেটিভের সাথে নেগেটিভ দিলে হয় প্যারালাল।
০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০০
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: এখন বুঝেছি। আজকে রাত্রেই টেস্ট করব দেখি কতক্ষন ব্যাকাপ দিতে পারে। আবার চিন্তা করতেছি ৯ ভোল্টের তিনটা ব্যাটারী ইউজ করব ! তবে এইখানে স্টেপ ডাউন লাগবে যেহেতু ৯ ভোল্ট ।
৫| ০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৫
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: সব ব্যাটারির পজিটিভগুলো একসাথে কানেক্ট করবেন আর নেগেটিভ গুলো একসাথে কানেক্ট করবেন। এইবার সম্মিলিত পজিটিভ থেকে ফোনের পজিটিভ এবং সম্মিলিত নেগেটিভ থেকে ফোনের নেগেটিভ এ কানেক্ট করবেন।
শেষ পর্যন্ত ইলেকট্রিশিয়ান বানাইয়া দিলেন
০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৩
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: আপনি তো এমনেই প্রকৌশলী !
আজকে দেখব ৬ টা ব্যাটারীতে কতটুকু ব্যাকাপ দেয় ভাল ব্যাকাপ না পাইলে রিচার্জেব্যাল ৩ টা ৯ ভোল্টের ব্যাটারী ইউজ করব ! এইখানে প্যারালাল দিয়া জয়েন করব তবে ৯ ভোল্ট থেকে ৩ ভোল্টের স্টেপ ডাউন লাগবে
এই সার্কিট কই পাবো
৬| ০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৭
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: আপনার সেট টার মডেল কি? কোন কোম্পানীর সেট? কোন দেশ থেকে নিয়ে গেছেন? জানালে আপনার জন্য কেউ হয়ত একটা ব্যাটারির ব্যবস্থা করলেও করতে পারতো
০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৬
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: এইটা প্যানটেক কম্পানীর এন্ড্রয়েড ফোন কোরিয়া থেকে পাঠাইছে।ব্যাটারী ম্যানেজ করা যাবে তবে তবুও আমি যেহেতু চাচ্ছি এই ডিভাইসটা একটা মাল্টিমিডিয়া হ্যান্ডহ্যাল্ড হিসেবে ইউজ করতে তাই মোবাইলের ব্যাটারীর ব্যাকাপ পোষাবে না।
চাচ্ছি যে এট লিস্ট একদিন পুরা রাফ ইউজ করতে পারি এমন পাওয়ার ব্যাঙ্ক বানাতে । এন্ড্রয়েড সেট গুলা ব্যাকাপ দিতে পারেনা এমনেই আর রাফ ইউজ করলে ৪-৫ ঘণ্টার ভিতরেই চার্জ শেষ~!
৭| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৫
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: আমি বর্তমানে কোরিয়াতেই অবস্থান করতেছি । আপনি চাইলে একখান ব্যাটারিতো জোগার করার চেষ্টা নিতে পারি। আমি দেশে ফিরব সেপ্টেম্বরের ৭ তারিখে। প্রয়োজন মনে করলে আওয়াজ দিয়েন
৮| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২০
মিনহাজুল হক শাওন বলেছেন: ওফ জুয়েল ভাই সরি ইঞ্জিনিয়ার জুয়েল স্যার এত হেল্পফুল। কোরিয়া যাইতে মন চায়।
৯| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৭
শামির শাকির বলেছেন: যন্ত্রপাতি.কম সাইটটা দেখেন। বাংলায় টেকনিক্যাল সাইট।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৮
নূর আদনান বলেছেন: ব্যকআপের সমস্যাটা কি মোবাইলের জন্য হচ্ছে নাকি ব্যটারির জন্য হচ্ছে?
কাহিনী তো বুঝতেছিনা......
সেটের যদি কোন সমস্যা নাথাকে তবে যে কয় ভোল্টের ব্যটারি ওটাতে ছিল সে মানের ব্যটারি লাগালেই তো হয়।