![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমন যদি হত যে পাকিস্তানে অন্য সব দেশের খেলোয়াড়েরা খেলতে যাচ্ছে নিয়মিত কিন্তু আমরা যাইনি তাহলে পাকিস্তানের সাম্প্রতিক গায়ে মানেনা আপনি মোড়ল টাইপের কর্মকাণ্ড গুলোকে হয়ত একটু দাম দেওয়া যেত। কিন্তু আমি বুঝিনা যে দেশ অন্য দেশের খেলোয়াড়দের নিরাপত্তা দিতে পারেনা তাদের কিসের এত ভাব। এ যেন লোমছাড়া কুকুরের বাঘা নাম। এমন যদি হত যে এপর্যন্ত কোনও দুর্ঘটনা ঘটেনি তবে বিবেচনা করা যেত। যেখানে শ্রীলংকার খেলয়ারদের উপর শুধু সন্ত্রাসী হামলাই নয় তাতে একজন গুলিবিদ্ধও হয় সেখানে পাকিস্তান কিভাবে অন্যদের খেলতে ডাকে। অন্যকোনও দেশের পাত্তা না পেয়ে শেষ পর্যন্ত আমাদের লক্ষ্যবস্তু বানিয়েছে। যখন আমাদেরও পাত্তা পায়নি তখন বলেছে তাদের খেলোয়াড় বিপিএল এ খেলতে দেবেনা। তাতে কি আমাদের বাংলার বাঘরা কি কম পারে। পাকিস্তানি খেলোয়াড়রা বিপিএল না খেলায় আমি তো আমাদের কোনও লস দেখছিনা, যা লস ওদেরই হয়েছে। এমনিতেই ওদের খুব টাকার অভাব, ঘুষ খোর খেলোয়াড়ে ভর্তি, বিপিএল খেললে তাও অনেক টাকা পেত এখন সেই রাস্তাও বন্ধ হয়ে গেল।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫
ফাজলামো বলেছেন: "বুছিকে কেউ সাথে নেয়না,
আবার কেউ দরদ করে নিতে চাইলে
বুছি পালকি ছাড়া যেতে চায়না।"
যতদূর শোনা যায় আইসিসির বাংলাদেশ ইস্যুতে ভারতের অবস্থান প্রায়ই বাংলাদেশের বিরুদ্ধে যায়। অপরপক্ষে আমাদের চিরশত্রু পাকিস্তানের অবস্থান সবসময়ই থাকে বাংলাদেশের পক্ষে।
টেস্ট বা ওয়ান ডে স্ট্যাটাস পাওয়ার দেড় দশক পরেও আমাদের প্রতিবেশী বন্ধু দেশ একবারের জন্যও বাংলাদেশকে ক্রিকেট খেলতে আমন্ত্রণ জানাইনি। আগামী দেড় যুগের মধ্যে কোন সম্ভাবনা নেই।
রাব্বি সাহেব আমার অবাক লাগে, যে পাকিস্তানের গায়ে এত গন্ধ বিপিএলে তাদের পাবার জন্য বাংগালিদের এত মরা কান্না কেন?
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১
আলমগীর_কবির বলেছেন: পাকিস্থানও চাইবে ক্রিকেট বিশ্বকে তাদের দেশের যাওয়ার কন্ফিডেন্স তৈরী করতে, সেক্ষেত্রে তাদের সুযোগ দেওয়া উচিৎ।
আলমগীর
Click This Link