নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফজলে রাব্বি জেমস

ফজলে রাব্বি জেমস › বিস্তারিত পোস্টঃ

আমি একটা দেশ চাই

১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৪

আমি একটা দেশ চাই। আরে না না, আমি নতুন কোনও ভূখণ্ডের কথা বলছিনা, আমি নতুন করে আর কোনও সশস্ত্র সংগ্রামের কথা বলছিনা। দেশতো আমরা সেই কবেই পেয়ে গেছি। রক্তের বিনিময়ে অর্জিত সেই দেশটাকেই আমি একটু আমার মত করে পেতে চাই। যেই দেশটাতে মা তার সন্তানকে বাইরে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারবে। যেই দেশটাতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিটিকে কাজের জন্য বেরিয়ে লাশ হয়ে ফিরতে হবেনা। যেই দেশটাতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের বালিশের নিচে থাকবে কোনও উপন্যাসের বই, হয়তবা কোনও মুঠোফোন, কিন্তু কখনই রিভলবার নয়। যেই দেশটাতে ক্ষুধার জ্বালা মেটানোর জন্য নিরুপায় হয়ে দর্শনক্ষম কোনও ব্যাক্তিকে অন্ধ সেজে ভিক্ষা করতে হবেনা। যেখানে স্কুলে যাওয়ার পরিবর্তে ফুলের মালা বিক্রি করতে হবেনা ছোট্ট শিশুকে, বিরক্ত করার অপরাধে মার খেতে হবেনা গাড়ীর পেছনের ছিটে বসে থাকা সুট-টাই পরা কোনও ভদ্রলোকের কাছে। আমি এমন

একটা দেশ চাই যেখানে সৎপাত্র হাতছাড়া হয়ে যাবে এই চিন্তায় স্কুলপড়ুয়া মেয়েকে বই-খাতা কেড়ে নিয়ে তার দিগুন বয়সী পাত্রের কাছে সমর্পণের জন্য মরিয়া হবেনা অভিভাবক। যেখানে ঘুষের অভাবে একের পর এক চাকরির সাক্ষাৎকার থেকে খালি হাতে ফিরে দরিদ্র পরিবারটির বোঝা কমানোর জন্য আত্মহত্যার পথ বেছে নিতে হবেনা কলেজের সব থেকে মেধাবী ছেলেটির। আবার ঘুষ না নেওয়ায় জীবন হারাতে হবেনা বা চাকরি হারাতে হবেনা বা বারবার

বদলি হতে হবেনা কোনও নিষ্ঠাবান চাকরিজীবীর। আমি এমন একটা দেশ চাই যেখানে যৌতুকের অভাবে বিয়ে ভেঙে যাবেনা পাড়াগাঁয়ের সহজ-সরল

কোন মেয়ের, আবার শ্বশুরবাড়িতে মেয়ের সম্মান বাড়াতে বিয়ের দুদিন পরে ট্রাক ভর্তি মালামাল পাঠাবেন কোন সচ্ছল বাবা এমনটিরও দরকার নেই। যেখানে আধুনিকতার নামে মানুষ অশ্লীলতার চর্চা করবেনা, আবার পুণ্যকর্মের প্রচারের নামে আতঙ্কবাদ বিস্তারের চেষ্টাও করবেনা। আমি এমন একটি দেশ চাই যেখানে স্কুল ফেরত মেয়েটিকে অপমানিত হতে হবেনা নিয়মিত পথ আগলে দাঁড়ানো কোন বখাটের কাছে। যেখানে মানুষ দুর্ঘটনার শিকার ব্যক্তির ছবি তোলার জন্য ব্যস্ত না হয়ে তাকে হাসপাতালে নেওয়ার জন্য

ব্যস্ত হবে। যেখানে সরকার থাকবে জনগনের প্রত্যাশা পূরণের জন্য, অবৈধ পন্থায় নিজেদের জন্য প্রাসাদ বানানোর জন্য নয়। সেখানে একটা বিরোধীদলও থাকতে হবে তবে সেটা অসঙ্গতির বিরোধিতার জন্য, গরীব রিকশাওয়ালার পরিবারের আহার বন্ধের জন্য নয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৮

সোহাগ সকাল বলেছেন: ভাল্লাগলো।

শুভ কামনা।।

১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩১

ফজলে রাব্বি জেমস বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.