![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুহীন জীবন মাঝিহীন নৌকার মত। শত বিপদেও পাশে আছে এই বন্ধু। তবে একটু কি ভেবে দেখেছেন জীবন চলার পথে কিছু সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাপারে বন্ধু আপনাকে ঋণাত্মকভাবে প্রভাবিত করেছে। প্রভাবিত করেছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তবে এই বিষয়গুলো যাদের দ্বারা সংগঠিত তাদের প্রকৃত অর্থে বন্ধু বলা যায়না। তাদের বন্ধু বলে সত্যিকার বন্ধুদের অসম্মান করা কখনই উচিত নয়। এবার দেখাযাক কোন ক্ষেত্রে বন্ধু হতে পারে নীরব শত্রু। বন্ধুরা মিলে আমরা অনেক সময়েই মেতে উঠি নানা তর্ক-বিতর্কে,আলোচনা-সমালোচনায়। কিছুদিন আগে এমনই এক আড্ডায় কথাবার্তার একপর্যায়ে বলেছিলাম, “আমার যদি মেয়ে হয় তবে আমি তাকে বানাব আইনজীবী”। কিন্তু আশ্চর্য ব্যাপার হল কথাটা বলার সাথে সাথেই দেখলাম অধিকাংশ সদস্যই সেটা মেনে নিতে পারল না। তারা এই পেশার খুত বের করা শুরু করল। আইনজীবী হতে নাকি সবসময় মিথ্যা বলতে হবে এবং সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানানোর চর্চা বাধ্যতামূলক। ওরা এই সার্টিফিকেট দিলেন যে পৃথিবীতে নাকি এমন কোনও আইনজীবী খুজে পাওয়া যাবেনা যিনি ১০০ ভাগ সৎ। ওদের আমি নানা ভাবে বোঝানোর চেষ্টা করলাম যে নিজের মাঝে সততা ও অন্তরের ইচ্ছা থাকলে শত প্রতিকূলতার মাঝেও সৎ থাকা যায়। কিন্তু ওরা অবুঝ। যুক্তিতর্কে যখন কোনভাবেই আমি ওদের বোঝাতে পারছিনা তখন উন্নত মম শিরে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বললাম, “পৃথিবীতে যদি এমন কেউ নাই থাকে তবে আমার মেয়েই হবে প্রথম জন”। ভেবেছিলাম তর্ক এখানেই শেষ হবে কিন্তু হল আরও উল্টো। আজব ব্যাপার হল আমার এই বক্তব্যে ওদের মাঝে শঙ্কা যেন আরও বেড়ে গেল। যে ভাবেই হোক আমার এই স্বপ্ন এখনই দমন করাতে হবে। ভাবখানা এরকম যেন আমার স্বপ্ন ওদের জন্য হুমকি স্বরূপ। কেউ একজন বলল, “দেখবনি ভবিষ্যতে , টাকার গন্ধ পেয়ে তোমার মত কত লোকের চরিত্র বদলে গেছে”। এরপর একটি কথা বলেই আমি আলোচনার তিক্ত সমাপ্তি করি। আমি বলেছিলাম, “তুমি অমানুষ হওয়ার ধান্দায় বিভোর বলে কিভাবে ভাবলে আমি একজন মানুষ হওয়ার স্বপ্ন দেখতে ভয় পাব?” আড্ডার ওখানেই বিষাদময় সমাপ্তি। পরে আমি আরও অনেক পুরোনো স্মৃতির রোমন্থন করলাম। বন্ধু মহলে এর আগেও এমন ঘটেছে হঠাৎ কেউ সত্যের পক্ষে, সততার পক্ষে, ঘুষের বিরুদ্ধে মত প্রকাশ করলেই সাথে সাথেই সবাই না হলেও প্রায় অর্ধেক সংখ্যক এর বিরুদ্ধে যুক্তি দেখাতে শুরু করে এবং ঋণাত্মক ভাবে এর ব্যাখ্যা করার চেষ্টা করে। অর্থাৎ পরোক্ষভাবে বন্ধুর মনের সৎ চেতনাকে দমন করার চেষ্টা করে। বন্ধুরূপী এসব শত্রু থেকে আমাদের সব সময় সজাগ থাকতে হবে।
©somewhere in net ltd.