নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফজলে রাব্বি জেমস

ফজলে রাব্বি জেমস › বিস্তারিত পোস্টঃ

একজন ঐশী, বাবা-মা কে তার দেয়া পুরষ্কার এবং কিছু জ্ঞান পাপী

২২ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪২

আচ্ছা, একটা প্রশ্ন বার বার মাথায় ঘুরপাক খাচ্ছে, রিমান্ডের সময় যখন ঐশীকে চার্জ করা হবে তখন

সে কি বলে কেঁদে উঠবে?হুয়াত দা হেল, হুয়াত দা ফাক, বুল শিট ম্যান এই সব? নাকি মা গো, বাবা গো?

ডিটেকটিভ বই গুলোতে পড়েছি যে স্পাই সন্দেহে গ্রেপ্তার হওয়া লোকদেরও টর্চার সেলে মুখ দিয়ে মাতৃভাষায় আর্তনাদ বেরিয়ে আসে, এবং এভাবেই তাকে শনাক্ত করা হয় সে কোন দেশের। সেই ধারণা থেকে আমার তো মনে হয় রিমান্ডের ক্ষেত্রে ঐশী বাবা-মায়ের নাম বলেই চিৎকার করবে এবং সেটা সম্পূর্ণ বাংলা ভাষায়। তবে এটা নিশ্চিতভাবে বলা যায় না। বাবা-মা কে যে এত বড় পুরষ্কার দিয়েছে সে এটা নাও বলতে পারে।

আবার কিছু গায়ে মানেনা আপনি মোড়ল টাইপের সমালোচক যারা হিরো সাজার জন্য সব কিছুতেই খুত খোজে তাদের কাছে অবশ্য ঐশীর পক্ষে অনেক যুক্তি আছে। তবে ঐসব সমালোচক নিয়ে আমাদের মাথা না ঘামালেও চলবে। এরা এক ধরনের জ্ঞান পাপী। এই জ্ঞান পাপীরা দোষীর দৃষ্টান্ত মুলক শাস্তি চায় ঠিকই তবে আসামির মানবাধিকারের দিকে তাদের সর্বোচ্চ দৃষ্টি। অবশ্য আসামির দ্বারা ভুক্তভোগীও যে একজন মানব এবং তারও পৃথিবীতে ভালভাবে বাঁচার অধিকার ছিল এবং সেই অধিকারের বদলে তাকে মৃত্যু নামক পুরষ্কার দিয়েছে এই আসামিই এটা তাদের এই জ্ঞানী মাথায় ধরেনা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪

নাম বলবো না বলেছেন: আসামীর বেলাতেই কেবল মানবাধিকার, আর কারোর মানবাধিকারের দরকার নাই, আজিব অবস্থা,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.