| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনো বিপদ-আপদ বা শোককে জিইয়ে রেখে দিনের পর দিন বিলাপ করা ইসলামের রীতি নয়।মৃত ব্যক্তির উদ্দেশ্যে শোক প্রকাশের জন্য ইসলাম সর্বোচ্চ ৩ দিন অনুমোদন করে ( শুধুমাত্র স্বামীর মৃত্যুতে স্ত্রীর জন্য ইদ্দত পর্যন্ত অথবা গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত)। অথচ পথভ্রষ্ট কথিত শিয়া/রাফিদ্বী সম্প্রদায় ইসলামের রীতিনীতির বিরুদ্ধে গিয়ে আশুরার দিনটিকে যা ফিরাউনের বিরুদ্ধে মুসা আলাইহিস সালামের বিজয়ের আনন্দের দিন ছিলো, তাকে মর্সিয়া-ক্রন্দন, মাতমের দিনে পরিণত করেছে।কোনো একটা দু:খজনক ও মর্মান্তিক ঘটনার স্মরণে বছরের পর বছর বিলাপ-মাতম যদি জায়েজ হতো, তাহলে কি সর্বাগ্রে এর হকদার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতেন না? তারপরই এর হকদার হতেন আবু বকর, উমার, উসমান, আলী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম প্রমুখ। ইসলাম এই আহাজারি কখনোই সমর্থন করে না।দু:খজনক হলেও সত্য যে এই রাফিদ্বী-শিয়াদের প্রপাগান্ডায় বা প্রভাবে অনেক মুসলমান ভাইয়েরাও ভুলে যায়, নগ্নভাবে তাদের কর্মকাণ্ডকে প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনের পাশাপাশি নিজেরাও পালন করে থাকে।
বিলাপ, মাতম, আহাজারি ইসলামে সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ হবার দলিল:
আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "যে ব্যক্তি (কারো মৃত্যুতে) গাল থাপড়াবে, জামা কাপড় ছিঁড়ে ফেলবে অথবা জাহিলী যুগের ন্যায় বিলাপ করবে সে আমাদের দলভুক্ত নয়।"
©somewhere in net ltd.