নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কলম

যুতসই আত্মসমালোচনা করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। দয়া করে আমার পরীক্ষা নেবেন না।

ফু্যাড সারওয়ার

যুতসই আত্মসমালোচনা করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। দয়া করে আমার পরীক্ষা নেবেন না।

ফু্যাড সারওয়ার › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ এক্সপ্রেস

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

বেয়াল্লিশ টা বছর হয়ে গেল আকাশ দেখিনি।

কতবার দেখতে গিয়েছি।

মস্তবড় একটা ফাঁসির দড়ি

ঐ সাত আসমান ফূড়ে নিচে নেমে এসেছে!

মাগো! আমি আকাশ দেখতে চাই;

সাদা কপোতের নীল আকাশ।

আমার আকাশে কেন ফাঁসির দড়ি ঝুলছে?

আমি কি তবে সেই জনতা, যার বোন বীরাঙ্গনা?

রক্তের ভেতর কতগুলো জীবাণু কিলবিল করে মা।

আর কতদিন এই ফাঁসির দড়ি দেখতে হবে?

ওরা কি তবে আমার মাঝে মিশে গেছে!

ব্যাস, আর নয়। আজ আমার শাহবাগ আছে;

রক্তটাকে সেদ্ধ করে স্বাধীন শ্বাস নিতে চাই মা।

প্রজন্ম চত্ত্বর আমাকে ডাকছে।

আসি মা, ওদের গলায় ফাঁসির দড়িটা ঝুলিয়ে আসি।

কাল আমি আকাশ দেখব, তুমি দেখে নিও মা,

আমি পারব, আমাকে পারতেই হবে।

আমি তারুণ্যের একাত্তর,

আমি জনতার শাহবাগ এক্সপ্রেস।





ফুয়াদ সারওয়ার

০৯/০২/২০১৩

তৃতীয় প্রহর

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

ঋনাত্মক তড়িৎদ্বার বলেছেন: রক্তটাকে সেদ্ধ করে স্বাধীন শ্বাস নিতে চাই মা
চমৎকার...!! :)

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

সিউল রায়হান বলেছেন: চমৎকার

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

ফু্যাড সারওয়ার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.