![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
"""জীবন নদী """"""
সময়ের কাটা মেপে,ঘটছে ঘটনা যত
নানা কর্মের বেড়াজালে, যায় দিন শতশত
কিছুক্ষন স্মরনীয়, কিছু তার আশাহত।
উল্লাসে ঘেরাকিছু,বিরহের কিছু ক্ষত।
হারানোর শোক নিয়ে আঁখে জল অবিরত।
কিছুক্ষন বরনীয়,অগ্রে যাবার ব্রত
বিজয়ের ক্ষনে গড়া, কিছু শির উন্নত।
সততায় গড়া শির, কখনো হয়নি নত।
রঙিন স্বপ্ন শেষে ধুসর ভাবনা কত
তবুও চলছে জীবন, বহতা নদীর মত !
২| ১৩ ই জুলাই, ২০২০ রাত ৩:৩৭
ফয়াদ খান বলেছেন:
৩| ১৩ ই জুলাই, ২০২০ ভোর ৫:১৮
নেওয়াজ আলি বলেছেন: এই নাম জীবন
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০২০ রাত ২:৪৩
রাজীব নুর বলেছেন: সুখে দুঃখে যাচ্ছে চলে জীবন। আমার জীবন, আপনার জীবন, আমাদের জীবন।