নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ভাবনার দেয়াল \"

ফয়াদ খান

আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।

সকল পোস্টঃ

"""""""" ভালবাসি ""\'\'\'\'\'\'\'\'\'

০৯ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:২৩

""""" ভালবাসি """"
ভাবি যখন তোমায় নিয়ে
ঘরের কোনে সঙ্গোপনে,
হৃদয় নীড়ে ঢেও খেলে যায়
নানান রঙের স্বপ্ন বুনে।
রূধির ধারায় ঝড়ো কাঁপন
শিরায় শিরায় তুফান...

মন্তব্য১ টি রেটিং+০

" মেঘমালাদের কথন "

০২ রা জুলাই, ২০২২ বিকাল ৩:২১

গুড়ি গুড়ি বারি ঝরে এলো বরষা
নীলাকাশ ছেঁয়ে যায় কালো ধুয়াশা,
মেঘমালারা ফিরে পায় দুর্বার বেগ
একে একে জড়ো হয়,শুনায় আবেগ !!

সমাবেশ করে যেন দেয় জানিয়ে,
গগনের সীমানাটা যাবে ছাড়িয়ে!
চমকায় বিদ্যুৎ, বাজে...

মন্তব্য৩ টি রেটিং+১

""ঐতিহ্যের বৈশাখ ""

২৭ শে জুন, ২০২২ বিকাল ৩:২৭

এলো বৈশাখ লাগে আনন্দ
মনে তে তবু যে ভয় !
কখন কোথায় ঝাপিয়ে পরে
কাল বৈশাখী ঝড় !!
শিশুরা মহা আনন্দে মাতে
এলো যে নব বৎসর,...

মন্তব্য২ টি রেটিং+০

. " স্বপ্নে বেঁচে থাকা "

২৪ শে জুন, ২০২২ রাত ৮:২২

কোটি মানুষের প্রেরণায়
নতুনের করি খোঁজ !
আগামী কে কিছু দেওয়ার আশায়
স্বপ্ন দেখি রোজ ।
স্বপ্ন পূরণ সকাশে অবলা
দেব দূতে দেয় ভোজ !

কত স্বপ্ন আসে মনের মাঝে !!
আর হারায় কত শত!
কত...

মন্তব্য২ টি রেটিং+০

""""""ফেরারি আমি """\'’\'\'

২৩ শে জুন, ২০২২ বিকাল ৩:২৬

কোন একটি দলের কর্মী হওয়ার অপরাধে যখন তার হাত পায়ের রগ কেটে তাকে চিরতরে পঙ্গু করে দিলাম !
তখন তো মানবতা লঙ্ঘিত হয়নি !
লগি- বৈঠা ও...

মন্তব্য৫ টি রেটিং+১

"_রূপের বড়াই ""

২৪ শে মার্চ, ২০২২ রাত ১:০৬

রূপের মোহেই অন্ধ তুমি
খেলছো রূপের খেলা,
রুপ যে তোমার মরীচিকা
ক্ষণিক ফুলের মেলা ,
দিনের শেষে কাটবে মোহ
থাকবে কেবল হেলা !

পাপড়ি জুড়ে রঙের ডালি
ফুটবে যবে ফুলের কলি...

মন্তব্য২ টি রেটিং+০

" ভাষার ছুটি "

১৩ ই মার্চ, ২০২২ রাত ১০:৩৩

সেদিন বন্ধু এসেছিলে উঠোনে আমার
রেখেছিলেন চোখে চোখ
হয়তোবা কিছু ছিল বলার
দেখি লজ্জাবনত মুখ ।
ধীর পায়ে আরো কাছে এলে
শেষে হয়ে গেলে বুঝি মূক ।
আনত নয়না ওগো
চোখ তুলে...

মন্তব্য৩ টি রেটিং+১

""আসলে বোকা নই"" !!!!

০৫ ই মার্চ, ২০২২ সকাল ৮:৩৩


ওরা ভাবে আমি বোকা ,
আসলে তো বোকা নই !!
এতো চালাকের ভীড়ে
আমি বোকা সেজে রই ।
সোজা চলি,সোজা ভাবি
সোজা পথে গাঁ ভাসাই
তাই দেখে কেউ ভাবে
বাঁকা...

মন্তব্য৪ টি রেটিং+১

আয় ফিরে মানবতা -!!!!!!

২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৮





এতো কেন অসুরতা ? মানবতা গেল কোথা ?
বুক ভরা কাতরতা ,ঘুনে ধরা নীতি- কথা ,
হীন অকর্ম - অসারতা, লাশ পরে যথা তথা ।
শান্তির সু- বার্তা , আজ যেন উপকথা...

মন্তব্য১ টি রেটিং+০

"" কিসের বড়াই ""

২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৮

মানুষ তুমি কোথায় ছিলে ?
কোথায় যাবে চলে !!
ভুলে গেলে কতো অসহায় ছিলে ?
যবে ধরনীর বুকে এলে !!!
ছিলে দুর্বল বড় অসহায় !!
এতো বড়াই তবে...

মন্তব্য৩ টি রেটিং+০

""মায়ের ছায়া ""

২২ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৭

খোকন তোমার আর কাঁদে না
খিলখিলিয়ে আর হাসে না
প্রান খুলে আর গান ধরে না
খেলাধুলায় আর মজে না।
চুপিসারে ফুঁপিয়ে ফুঁপিয়ে
করুন সুরে কেঁদে কেঁদে,
ক্লান্ত হয়ে গভীর রাতে
চক্ষু দুটি বুজে...

মন্তব্য১ টি রেটিং+০

"_মাগো তোমায় মনে পড়ে ""

১৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৫৬

মাগো তোমায় মনে পড়ে
থাকি যখন একা ঘরে ,
কেমন করে আমায় ছেড়ে
থাকছো সুদূর তেপান্তরে ?
যেমন করে গানের পাখি
গান গেয়ে যায় আপন সুরে !
যেমন করে...

মন্তব্য২ টি রেটিং+১

"""উদয়ের প্রতীক্ষায় ""

১০ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:৫৫

কষ্ট গুলো থাক না চাপা !
সে কী পাষন্ডতার গন্ধ ,
বিবেক কপাট খুলিস না আর
চোখ গুলো থাক বন্ধ !!
মানবতা ডুকরে কাঁদুক
আইন- আদালত অন্ধ !

জীবিত...

মন্তব্য১ টি রেটিং+০

"""আবেগি অনুরাগ""""

০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২২

নিদ নাহি আসে চোখে
রাত যে হয়েছে ঢের
কতো স্বপ্নের জাল বুনে বুনে শেষে
ধূলোয় মিশেছে ফের !
তারায় তারায় খচিত নীলাকাশ যেন
জ্বলজ্বলে মুক্তোয় একাকার !
পাবন আবেশে উর্মিমালারা...

মন্তব্য১ টি রেটিং+০

"""প্রনয় কাব্য """"

০৯ ই আগস্ট, ২০২১ সকাল ৮:১১

নিদ নাহি আসে চোখে
রাত যে হয়েছে ঢের,
কতো স্বপ্নের জাল বুনে বুনে শেষে
ধুলোয় মিশেছে ফের !

তারায় তারায় খচিত নীলিমা যেন
জ্বলজ্বলে মুক্তোয় একাকার ।
জোছনা ছড়ানো রজনীর বুকে
আনমনে...

মন্তব্য৪ টি রেটিং+২

>> ›

full version

©somewhere in net ltd.