নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ভাবনার দেয়াল \"

ফয়াদ খান

আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।

ফয়াদ খান › বিস্তারিত পোস্টঃ

"" কিসের বড়াই ""

২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৮

মানুষ তুমি কোথায় ছিলে ?
কোথায় যাবে চলে !!
ভুলে গেলে কতো অসহায় ছিলে ?
যবে ধরনীর বুকে এলে !!!
ছিলে দুর্বল বড় অসহায় !!
এতো বড়াই তবে কিসে?
কিসের এত বাহাদুরি ?
রুধির ধারায় ফুঁসে !!

চলনে-বলনে বিষাক্ত সবি
তাকাব্বরির বিষে !
মাটি হতেই উত্থান আর
মাটিতেই যাবে মিশে ।
তবু্ও তোমার বাহাদুরি কতো
দুর্বলে যাও পিষে !
পেশী শক্তির এই নগ্ন মহরা
হীন স্বার্থবশে ফুঁসে ।
ফুরিয়ে গেলে দমের খেলা
ধুলোয় যাবে মিশে!
কিসের এতো বড়াই তবে
মাটিই ঠিকানা শেষে !!
মরেও অমর হতে পার তুমি
সৃষ্টি কে ভালবেসে !!!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৯

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনাকথাগুলো

২| ২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: একই কবিতা দুইবার পোস্ট করেছেন।
একটি মুছে দেন।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৫৭

মির্জা ফুয়াদ বলেছেন: কিভাবে লিখা মুছা যায় ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.