![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
নিদ নাহি আসে চোখে
রাত যে হয়েছে ঢের
কতো স্বপ্নের জাল বুনে বুনে শেষে
ধূলোয় মিশেছে ফের !
তারায় তারায় খচিত নীলাকাশ যেন
জ্বলজ্বলে মুক্তোয় একাকার !
পাবন আবেশে উর্মিমালারা যেন
খেলা করে জলাধার !
জোছনা ছড়ানো রজনীর বুকে
সাধ জাগে হারাবার !!
নিভৃতের ছায়া তিমিরের সনে
মিলেমিশে একাকার ।
নির্ঘুম কবি কাকে ভাবে মনে
অনুরাগে কামনার !!
আবেগি সুরে কার মোহগুনে,
বহুকাল সাধনার !!
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০২১ ভোর ৫:১২
মাস্টারদা বলেছেন: সহজে সাধারণ