![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
মাগো তোমায় মনে পড়ে
থাকি যখন একা ঘরে ,
কেমন করে আমায় ছেড়ে
থাকছো সুদূর তেপান্তরে ?
যেমন করে গানের পাখি
গান গেয়ে যায় আপন সুরে !
যেমন করে মৌমাছিরা
সুখ খুঁজে পায় ফুলে ফুলে !
তেমনি করে তোমার কোলে
দুঃখ সকল যেতাম ভুলে !!
ভেবে ভেবে তোমায় মাগো
কাটলো কত রাত ,
কেউ না মা গো অমন করে
খায় না চুমু হাত !
স্নেহ ভরে কোলে নিয়ে
দেয় না মাথায় হাত ।
খেলার ছলে আমার মুখে
দেয়না তুলে ভাত ।
খোকন নামে ডাকে তোমার
কি যে পেতাম সুখ !
মুখের পানে চেয়ে তোমার
গুছত সকল দুঃখ !
কেমন করে মাগো তুমি
আমায় রেখে একা ,
হারিয়ে গেলে অচিন পুরে
দিলেনা আর দেখা !!
তোমার স্মৃতি সঙ্গী করে
অবহেলায় অনাদরে,
পাহাড় সমান কষ্ট নিয়ে
খোকন তোমার আছে পড়ে ।
কেউ না এমন ব্যাকুল হয়ে
মায়াভরা মধুর স্বরে !
স্নেহের আঁচলে পুরে
নেয়না তুলে ঘরে !
২| ১৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।