নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ভাবনার দেয়াল \"

ফয়াদ খান

আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।

ফয়াদ খান › বিস্তারিত পোস্টঃ

""""""ফেরারি আমি """\'’\'\'

২৩ শে জুন, ২০২২ বিকাল ৩:২৬

কোন একটি দলের কর্মী হওয়ার অপরাধে যখন তার হাত পায়ের রগ কেটে তাকে চিরতরে পঙ্গু করে দিলাম !
তখন তো মানবতা লঙ্ঘিত হয়নি !
লগি- বৈঠা ও ইটের আঘাতে আঘাতে ঐ ছেলেটির মাথা চূর্ন-বিচূর্ণ করে, তার লাশের উপর অসুর নিত্য করলাম !!
কই তখন তো মানবতা লঙ্ঘিত হয়নি !!!
শত কাকতি -মিনতির পরও বিশ্বজিতের ওপর একের পর এক চাপাতির আঘাতে ক্ষত -বিক্ষত করে ওর ভবলীলা সাঙ্গ করে দিলাম!
কই তখন তো মানবতা লঙ্ঘিত হয়নি !!
অতর্কিতে হামলা করে ও অস্ত্র কেড়ে নিয়ে পুলিশকে বেধড়ক পিটিয়ে হত্যা করলাম!!
কই তখনো তো মানবতা লঙ্ঘিত হয়নি !
সাংস্কৃতিক আগ্রাসন ও ষড়যন্ত্রের প্রভাব দিকভ্রান্ত ও ধর্মীয় মূল্যবোধহীন হয়ে যুব সমাজ নিজেদের স্বকীয়তা বিসর্জন দিয়ে অপসংস্কৃতির অতল গহ্বরে তলিয়ে যায়, যেখানে রেনু তনু রা নির্মম ভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়ে নিরবে অশ্রু ঝরায় বা মৃত্যুকে আলিঙ্গন করতে বাধ্য হয় !!
জুলুমবাজ শাসক গোষ্ঠী শৃঙ্খলা ও আইনের দোহাই দিয়ে যেখানে নির্যাতনের স্টিমরুলার চালায় নিরিহ জনতার উপর এবং রাতের আধারে নিরস্ত্র জনতার উপর নির্বিচারে বুলেট চালিয়ে শত সহশ্র হত্যার পরও মানবতার ফাঁকা বুলি আউড়ায় !!
সেখানে " মানবতা" নিজেই ফেরারি আসামি !!

স্বদেশ প্রেমে উদ্ভোদ্ধ হয়ে স্বদেশ ও দেশের মানুষের স্বার্থ নিয়ে লেখালেখির কারনে তুখোড় মেধাবী ছাত্র বুয়েটের আবরার কে নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেললাম !!
তখন ও তো মানবতা লঙ্ঘিত হয়নি!!!

রাজপথের পিকেটার সন্দেহে নিরীহ লিমন কে গ্রেফতার করে আক্রোশ মিটানোর জন্য তার পায়ে গুলির চালিয়ে তাকে চিরতরে পঙ্গু করে দিলাম !!
তখন কি লঙ্ঘিত হয়েছিল মানবতা ??

বিরোধী মতকে দমানোর জন্য তালিকা করে গ্রেফতার গুম করে ফেললাম অথবা নিজ স্বার্থে রাতের আধারে উদ্ধার অভিজানের নামে ব্রাশ ফায়ার করে ক্রশফায়ার বলে চালিয়ে দিলাম !!
তখনো তো মানবাধিকার লঙ্ঘনের আওয়াজ উঠেনি !!
রাজনৈতিক ফায়দা লুটার জন্য যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে ঝলসে দিলাম নিরীহ যাত্রীদের !!
তখন কী লঙ্ঘিত হয়নি মানবতা ??

নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কে নিজস্ব পাটুয়া বাহিনীতে রুপান্তর করলাম ও নিজের সুবিধামতো আইন প্রণয়ন করে গদি রক্ষা ও নিজের আখের গোছানোর পরিকল্পনা করলাম !!

রাজনৈতিক অস্থিরতার সুযোগে জ্বালিয়ে পুড়িয়ে সংখ্যা লঘুদের বাড়ি ঘর ধ্বংস করে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে ফায়দা হাসিলের ধান্ধা করলাম!!
তখনো তো লঙ্ঘিত হয়নি মানবতা !!

আর যখন বিবেকের তাড়নায় মানুষ্যত্যের চাপা ক্ষোব নিয়ে সকল অন্যায় -অবিচার ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার কন্ঠে আবির্ভূত হলাম ,তখনি জানতে পারলাম যে, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত আমি এক ফেরারি আসামি !!!!!!


হায় ! ক্ষমতা !!! হায় ! মানবতা !!!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০২২ বিকাল ৪:০১

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: কি বিচিত্র সমাজে বাস করছি আমরা ।

২| ২৩ শে জুন, ২০২২ বিকাল ৪:০৪

জুল ভার্ন বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ফা-ইন্নাল্লাহা শাকিরুণ আলীম।

৩| ২৩ শে জুন, ২০২২ বিকাল ৪:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: সকল জুলুম বাজ ধ্বংস হোক। যে দলেরই হোক।

৪| ২৩ শে জুন, ২০২২ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: রাজনীতি থেকে দূরে থাকুন। সহজ সরল জীবনযাপন করুণ।

৫| ২৪ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৩

মির্জা ফুয়াদ বলেছেন: দেশের অসহায় নির্যাতিত নিপীড়িত জনগণের পক্ষে এমন বলিষ্ঠ কণ্ঠস্বর৷ আরো প্রয়োজন।
জাযাকাল্লাহ খায়ের

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.