![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
খোকন তোমার আর কাঁদে না
খিলখিলিয়ে আর হাসে না
প্রান খুলে আর গান ধরে না
খেলাধুলায় আর মজে না।
চুপিসারে ফুঁপিয়ে ফুঁপিয়ে
করুন সুরে কেঁদে কেঁদে,
ক্লান্ত হয়ে গভীর রাতে
চক্ষু দুটি বুজে ।
আনমনে কোন মায়ার ঘোরে !
কোথায় যেন যায় হারিয়ে !
ফ্যাল ফ্যালিয়ে তাকিয়ে যেন
মায়ের ছায়া খুঁজে ।
না জানিয়ে চলে গেলে মাগো
বড্ড তুমি বোকা
তোমায় ছাড়া কেমনে বাঁচে
তোমার প্রিয় খোকা। ?
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।