নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ভাবনার দেয়াল \"

ফয়াদ খান

আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।

ফয়াদ খান › বিস্তারিত পোস্টঃ

"_রূপের বড়াই ""

২৪ শে মার্চ, ২০২২ রাত ১:০৬

রূপের মোহেই অন্ধ তুমি
খেলছো রূপের খেলা,
রুপ যে তোমার মরীচিকা
ক্ষণিক ফুলের মেলা ,
দিনের শেষে কাটবে মোহ
থাকবে কেবল হেলা !

পাপড়ি জুড়ে রঙের ডালি
ফুটবে যবে ফুলের কলি !
প্রশংসা তে যাবে ভেসে ,
শ্রমের শেষে হাসবে মালি ।
চাইবে সবে দিতে আদর !
সবার কাছেই থাকবে কদর ।
রবির আভায় কাটবে প্রহর !
সুবাস পেয়ে আসবে ভ্রমর ,
সমীর দোলায় দুলিয়ে কোমর ।
হেলে দুলে মধুলেহী,
খুজবে সেথায় মধুর নহর ।

কিন্তু সে রূপ যায় হারিয়ে
মধ্যদিনের সূর্য প্রখর !
দিনের শেষে সেই সে ফুলের
থাকেনা আর তেমন কদর ।
চুপসে যাওয়া ফুলের পানে ,
আর থাকেনা কারো নজর ।
ধুলায় মলিন হয়ে শেষে,
মৃত্তিকাতেই নেয় অবসর ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২২ সকাল ৯:২৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

২| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১০

রাজীব নুর বলেছেন: রুপের বড়াই যারা করে তাঁরা নির্বোধ। জ্ঞানী মানুষেরা রুপের বড়াই করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.