নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ভাবনার দেয়াল \"

ফয়াদ খান

আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।

সকল পোস্টঃ

""" ঈদ হোক সকলের"""

২৬ শে মে, ২০২০ রাত ৯:২৬

আজ পৃথিবীর চাঁদ হাসছে
হাসছে আরো তারা,
হাসে শিশু-কিশোর যুবা-বৃদ্ধ
আর বিশ্বাসী বান্দারা।
আজকে খুশির বান ডেকেছে
দেখ আনন্দেরই ধারা,
আনন্দে তাই দোলেরে...

মন্তব্য২ টি রেটিং+০

""ভ্রান্তি ""

২৬ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০৪

যতই কর আইন -আদালত
লাভ হবে না কিছু,

যে পথ ধরে চলছো সে পথ
তিমির গহীন নিচু।

প্রভুর দেয়া পথ বিনে
বাকী পথ সবই কচু ।

খোদার দেওয়া পথেই কেবল
প্রশান্তি ভর...

মন্তব্য৩ টি রেটিং+০

"" ছড়া রুপ দর্পন ""

২৬ শে মে, ২০২০ বিকাল ৫:৫৫

ছড়া শুধু ছড়া নয়
চাই তাতে ছন্দ।
জড়তা কে করে জয়
ভালো কিবা মন্দ।

তার সাথে থাকা চাই
রুপ -রস -গন্ধ।
সে তো আরো ভালো হয়
থাকে যদি দ্বন্দ্ব !

ছড়া দিয়ে...

মন্তব্য২ টি রেটিং+০

এসো আলোর ফসল বুনি

১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২২

এই দেশেতে আছে যত
জনম দুঃখী জন
কঠোর শ্রমেই খুজে তারা
স্বপ্ন সুখের ক্ষন।
এদেশেতে জন্ম যেন
তাদের মহাভুল !
তাদের মূখে সুখের হাসি
যেন...

মন্তব্য২ টি রেটিং+০

মরন নেশা

১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৫

এ কেমন অচীন গগন তলে
করি মোরা বসবাস।
কারো ঘরে নব উৎসব চলে
কারো চলে নাভীশ্বাষ।
আনন্দ স্রোতে ভেসে চলে কেউ
সুখ নিদ্রায় কাঁটে মাস।
অনাহারে দুখে দুখে...

মন্তব্য১ টি রেটিং+০

চলুন এই মহামারী থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করি

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১১:২৭

হে আল্লাহ আমাদের ক্ষমা করো,আমাদের রক্ষা করো।                                        আমিন। ৷ 
এই গজব থেকে বাঁচার জন্য  চলুন আমলি জিন্দেগি  শুরু করি এবং বেশী বেশী  এস্তেগফার করি  ---
১)  ঘর থেকে বের হওয়ার সময়...

মন্তব্য৩ টি রেটিং+০

" কালের মরিচীকা !

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৮

শোকে কাতর আজরে তুই
আপন বিয়োগ দুঃখে,
আসবে আবার সুখের দিন
ভাসবি মহা সুখে ।
হয়তো সেদিন ভুলবি আমায়
 স্মৃতির আচলে ঢেকে।
সুখ- দুঃখ,হাসি-কান্নার
আবহ হৃদয়ে মেখে।
আমিও হারাবো দূর অসীমে
কালের ঘোড়াটা হেঁকে...

মন্তব্য৩ টি রেটিং+১

""আর কাঁদতে চাই না " ------নিশাচর

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৫

জীবন দিয়ে দেশ বাচাঁবে
   এই না যাদের পণ
দেশের জন্য লড়াই করে
  রণে আমরণ ।
শ্রদ্ধা জানাই তাদের তরে
 আমরা অগনন !!

বীর সেনানি আত্মত্যাগী
 জাতির সূর্য সন্তান।
প্রাণ বাজি...

মন্তব্য২ টি রেটিং+০

". বিরামহীন "

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৭

সময়ের কাটা মেপে,ঘটছে ঘটনা যত
নানা করমের বেড়াজালে, যায় দিন শতশত
কিছুহ্মন স্মরনীয়, কিছু তার আশাহত।
উল্লাসে ঘেরাকিছু,বিরহের কিছু ক্ষত।
হারানোর শোক নিয়ে আঁখে জল অবিরত।
কিছুক্ষন বরনীয়,অগ্রে যাবার ব্রত।
বিজয়ের ক্ষনে গড়া,...

মন্তব্য০ টি রেটিং+০

ওরাই খাঁটি !! ------নিশাচর

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০১

কথায় এরা অনেক বড়
নাই কিছু তার কাজে,
প্রতিশ্রুতির বাহার শুনে
মরিই বুঝি লাজে ।
কাদের কথা বলছি এখন
নাই তো জানার বাকী!
এমপি  মন্ত্রি নেতা এরা
পুরোটাই জার...

মন্তব্য৩ টি রেটিং+০

সময়ের দাবি

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৬

সময় তো আর নাইরে বসে
কাটেও গেল বেলা \'
খেলায় মেতে, শুয়ে-বসে
করো না আর হেলা ।

জীবণ প্রদীপ জ্বলছে বলেই
বসুধায় এতো জ্যোতি,
তেল ফুরালেই জীবন তরী
হারাবে তার গতি ,
দম ফুরালে সবার...

মন্তব্য০ টি রেটিং+২

মুনাজাত

১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১১

দিবা- নিশির ক্রমাগন আর
চন্দ্র - সূর্যের আবর্তন,
নীল আকাশে ভেসে চলা
কালো মেঘের স্বগর্জন।

সব কিছুতেই পাই যে খুজে
প্রভু তোমার নিদর্শন ।
নানা রঙের ফল ফসলের
ষড় ঋতুর চক্রপাত ।
হেরি হেথায় সদাই আমি
শুধুই তোমার...

মন্তব্য১ টি রেটিং+০

"দেহ পিঞ্জর "

১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০৯

অচিন পাখি ভেঙেছে পিঞ্জির
আপন আবাসে যাইতে অধীর
শুন্যে সে যে মেলেছে ডানা
শুনবে না আজ কারোর মানা।
ভেঙে -চুঁড়ে মায়ার বাঁধন,
যাবে সে দূরে মানে না বারণ।
সকল মায়ার নিশানা ফেলিয়া
যাবে সে দূরে সহসা উড়িয়া।...

মন্তব্য১ টি রেটিং+০

অবিচল

০২ রা নভেম্বর, ২০১৯ রাত ৮:৫১

পথিক তুমি সামলে চল
হারাইয়ো না দিক ।
সরল পথের যাত্রী তুমি
পা চালাও ঠিক ঠিক ।
দেখবে বাধা, আসবে বাঁধা
বলবে কতেক ধিক ,
ভাল যে কাজ করেই চল,
যে যেভাবেই নিক ।
বিবেক দিয়ে যাচাই...

মন্তব্য২ টি রেটিং+০

হারিয়ে যেতে মানা

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৫

মায়ের নেত্রকোনে ওরে
অশ্রু-ফোয়ারা নামে
এ মাটির শেকড় ছিড়ে
অলিক আশায় ভেসে,
মায়ের আঁচল থেকে
আধারে যাসনে খশে,
ভুল করে তোরা ওরে
হারায়ে যাসনে দূরে ,
দেশের গর্ব হয়ে
শিরদ্বারা উঁচু করে,
আবার আসবি...

মন্তব্য০ টি রেটিং+০

১০

full version

©somewhere in net ltd.