![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
এই দেশেতে আছে যত
জনম দুঃখী জন
কঠোর শ্রমেই খুজে তারা
স্বপ্ন সুখের ক্ষন।
এদেশেতে জন্ম যেন
তাদের মহাভুল !
তাদের মূখে সুখের হাসি
যেন ডুমুর ফুল।
তাদের ঠোটে নাইকোউ হাসি
নাইতো চোখে জল।
তবু ওরা কেঁদে ফেরে
হারিয়ে বাচার বল।
সারা জীবন লড়াই করেও
পায়না জয়ের কুল।
দৈন্য দশায় কাটায় জীবন
পায়না সুখের মূল।
তাদের তরে হাতটি বাড়াও
ঝেরে ফেলে ছল।
আয় রে সকল সাম্যবাদী
মানব বাদীর দল।
আয় তুলে দেই তাদের হাতে
মিষ্টি হাসির ফুল।
আয় রোপে দেই মর্মে তাদের
জ্ঞান পাদপের মূল।
আবার তারা হাসতে শিখুক
জাগুক মানোবল।
২| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১৪
নেওয়াজ আলি বলেছেন: দুর্দান্ত লিখেছেন ।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।